লক্ষ্মীপুরে দুই গ্রুপের গোলাগুলিতে আদিবা খাতুন (৭) নামে এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) সন্ধ্যার পর সদর উপজেলার পূর্ব বশিকপুর এলাকার কাচারি বাড়ি এলাকায় স্থানীয় অহিদ উদ্দিন ও ছোট ইউসুফ গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে এই গোলাগুলি হয়।গুলিবিদ্ধ আদিবা খাতুনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে। আদিবা খাতুন একই উপজেলার পূর্ব বশিকপুর এলাকার ইব্রাহিম খলিলের মেয়ে ও বশিকপুর নুরানী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে অহিদ উদ্দিন ও ছোট ইউসুফের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। এই বিরোধ নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় অহিদ উদ্দিন ও ছোট ইউসুফের মধ্যে কথাকাটাকাটি হয়।একপর্যায়ে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়। গুলি শিশু আদিবা খাতুনের পেটের ভেতর দিয়ে ঢুকে পিট দিয়ে বের হয়। পরে গুলিবিদ্ধ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতাল, পরে অবস্থায় আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. পীযূষ চন্দ্র দাস গুলির সত্যতা নিশ্চিত করে সময়ের কন্ঠস্বরকে বলেন, ‘গুলিটি পেট দিয়ে ঢুকে অপর পাশ দিয়ে বের হয়। শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কাউছার হামিদ সময়ের কন্ঠস্বরকে বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র অহিদ উদ্দিন ও ছোট ইউসুফের মধ্যে গোলাগুলিতে এক শিশু গুলিবিদ্ধ হয়। অভিযুক্ত দুইজনের বিরুদ্ধে থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান চলছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাটলার ঝড়ে ম্লান নারিনের সেঞ্চুরি
বাটলার ঝড়ে ম্লান নারিনের সেঞ্চুরি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ব্যাট হাতে নিজের জাত চিনিয়ে যাচ্ছেন ইংলিশ তারকা জশ বাটলার। আরেকবার ব্যাট হাতে ঝড় তুললেন বাটলার, Read more

হজ পালন করতে গিয়ে কেউ মারা গেলে তার কাফন-দাফনের কী হবে ?
হজ পালন করতে গিয়ে  কেউ মারা গেলে তার কাফন-দাফনের কী হবে ?

মক্কায় হজ করতে গিয়ে বাংলাদেশিসহ ৫৭০ জনেরও বেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে বলে খবর প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম। প্রখর তাপপ্রবাহ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন