গাজীপুর নগরীর রাজেন্দ্রপুর এলাকা থেকে ৩১৬ বোতল বিদেশি মদসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব)১। সোমবার (৩১ মার্চ) রাতে র‍্যাব-১-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম এই তথ্য নিশ্চিত করেছেন।গ্রেপ্তারকৃতরা হলেন- মো. শোয়াইব , শাহিন মিয়া এবং মো. রানা।  তারা তিনজনই শেরপুর জেলার বাসিন্দা।  তাদের বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।র‍্যাবের কর্মকর্তারা জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, শেরপুর জেলা থেকে একটি পিকআপে বিদেশি মদের একটি বড় চালান রাজেন্দ্রপুর চৌরাস্তা হয়ে কাপাসিয়ার দিকে আসছে। এরপর র‍্যাব গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় ওই এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করে।এসময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৩১৬ বোতল বিদেশি মদ, ৪টি মোবাইল ফোন, ১টি পিকআপ ভ্যান এবং নগদ ৩,০২০ টাকা উদ্ধার করা হয়েছে।র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের গাজীপুর সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আথানাজের বীরত্বে ম্যাচ বাঁচালো ওয়েস্ট ইন্ডিজ
আথানাজের বীরত্বে ম্যাচ বাঁচালো ওয়েস্ট ইন্ডিজ

ম্যাচটা একদম হাতের মুঠোয় ছিল। শুধু প্রতিপক্ষকে গুটিয়ে দিলেই হতো। কিন্তু সেটাই পারলো না দক্ষিণ আফ্রিকা।

সুহানার ব্রেকআপ হয়ে গেছে!
সুহানার ব্রেকআপ হয়ে গেছে!

সুহানা খান সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম পোস্টে ঘোষণা দিয়েছেন, ‘একটি খবর আছে, আমার ব্রেকআপ হয়ে গেছে’।

দুই চ্যাম্পিয়নের হেভিওয়েট লড়াই
দুই চ্যাম্পিয়নের হেভিওয়েট লড়াই

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে মাত্র দুটি দল একাধিকবার শিরোপা জিতেছে। দল দুটি হলো ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন