ঢাকায় জুলাই-আগস্ট আন্দোলনে নিহত শহীদ আব্দুল্লাহর পরিবারের সদস্যদের মনে নেই ঈদের আনন্দ। শোকে আর স্মৃতিতে ডুবে আছেন পরিবারের সদস্যরা। ঈদে আনন্দের বদলে আব্দুল্লাহহীন ঈদের আনন্দ যেন শূণ্য হয়ে গেছে তাদের জীবন। এমন শূণ্যতা যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্টথানার বড় আঁচড়া গ্রামের সেই ছোট্র বাড়িতে।শহীদ আব্দুল্লাহর পরিবার সূত্রে জানা যায়, ঢাকার শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিল আব্দুল্লাহ। কলেজে ঈদসহ অন্যান্য ছুটির সময় বাড়িতে ফিরে আসতেন আব্দুল্লাহ। সারাদিন ভাগ্নি-ভাতিজাদের সাথে আনন্দে দিন কাটতো তার। আব্দুল্লাহর বাড়িতে আসার খবর শুনে ছুটে আসতেন তার বন্ধুরা। তাদের সাথে দিনভর খেলাধুলা ও গল্প-গুজবে সময় কেটে যেত আব্দুল্লাহর। প্রতিবেশী স্কুল-কলেজ পড়ুয়া কেউ বাড়িতে আসলে তার লেখাপড়ার খোঁজ খবর নিতেন আব্দুল্লাহ। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবদের সময় দেওয়ার পাশাপাশি প্রতিদিন নিজের লেখাপড়াও চালিয়ে যেতেন। প্রতি বছরের মত এবারও ঈদ ঘুরে এলেও এবার আব্দুল্লাহর সাথে পরিবারের সদস্যদের ঈদের নামাজ পড়া কিংবা ঈদের দিনে একসাথে খাবার খাওয়া আর হবে না।আব্দুল্লাহর বড় ভাই জাহাঙ্গীর আলম বলেন, ভাইকে ছাড়া এবারই প্রথম ঈদ করছি। ভাই বাড়িতে আসতো, আনন্দ-উল্লাসে দিন কাটতো। কিন্তু এবারের দিন আমাদের দুঃখ-বেদনার, কান্নার। ছোট ভাই নানা-নানীর কবরের পাশে চিরনিন্দ্রায় শায়িত। ভাইয়ের কবর দেখলেই চোখে পানি চলে আসে। এ সময় তিনি কান্নায় ভেঙ্গে পড়েন। প্রতি বছর রমজানে কলেজ ছুটি হলে ভাই বাসায় চলে আসতো। আব্দুল্লাহসহ পরিবারের সকল সদস্য মিলে ইফতার করতাম। আজ সোমবার (৩১) মার্চ সকালে ঈদের নামাজের পর আমি, বাবা, মেজো ভাইসহ আব্দুল্লাহর  কবর জিয়ারত করতে গিয়ে কান্না ভেঙ্গে পড়ি। আব্দুল্লাহসহ চব্বিশের অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের যেন আল্লাহ জান্নাত নছিব করেন। যেসব আহত ভাই রয়েছেন তারা যেন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন দেশবাসীর কাছে এই দোয়া কামনা করছি।আব্দুল্লাহর মেজো ভাই নুর আলম মিঠু বলেন, ঈদের ছুটিতে আব্দুল্লাহ আমাদের একমাত্র বোনের বাসায় যেত। ভাগ্নি, ভাতিজাদের নিয়ে তার ভাল সময় কাটতো। তাদের আদর করতো, ঘুরাফেরা করতো, কেনাকাটা করতো। আব্দুল্লাহের ক্রিকেট খেলা ছিল খুব পছন্দের। ঈদের ছুটিতে আব্দুল্লাহ বন্ধুদের সাথে ক্রিকেট খেলতো। কলেজ ছুটি থাকলেও সে লেখাপড়ায় সময় দিতো। কিভাবে লেখাপড়া করছে, আগামীতে কিভাবে করবে এসব নিয়ে বাড়িতে বেশি আলাপ-আলোচনা করতো। সেই সাথে বাড়িতে কোন স্কুল-কলেজ পড়ুয়া বন্ধুরা আসলে তাকে লেখাপড়ার বিষয়ে জিজ্ঞাসা করতো। কিভাবে লেখাপড়া করলে ভাল রেজাল্ট করা যাবে সেই পরামর্শ দিত। ঈদের সময় নামাজ পড়া হতো বাড়ির পাশে বায়তুল মামুর জামে মসজিদে। আমি বড় ভাই জাহাঙ্গীর আলম, বাবা, আব্দুল্লাহ এক সাথে ঈদের নামাজ পড়তে যেতাম।নুর আলম মিঠু আরো বলেন, আমাদের সংসারে সব সময় অভাব থাকায় শ্রমিকের কাজ করে বাবাই পড়াশুনার খরচ বহন করতেন। কিন্তু সেই টাকা দিয়ে সে চলতে পারতো না। সেজন্য সে কলেজের আশপাশে টিউশনি করতো। টিউশনির টাকা কিছু বাঁচিয়ে ভাগ্নি-ভাতিজাদের ঈদের উপহার হিসেবে কাপড় কিনে আনতো।শহিদ আব্দুল্লাহর মা মাবিয়া খাতুন বলেন, আব্দুল্লাহ ঈদের সময় গরুর মাংস ও খিচুড়ি খেতে পছন্দ করতো। আমার হাতের রান্না তার অত্যন্ত পছন্দের ছিল। ঈদের সময় আব্দুল্লাহসহ তার ভাই-বোনদের নিয়ে আনন্দে সময় কাটতো। আজ আমার বুকের ধন নেই। একজন মা বোঝে তার সন্তান হারানোর কষ্ট। আমার ছেলেকে আল্লাহ যেন শহীদী মর্যাদা দান করেন।আব্দুল্লাহর বাবা আব্দুল জব্বার বলেন, আব্দুল্লাহর জন্য কবরের পাশে শুধু কাঁদি আর আল্লাহর কাছে দোয়া করি। এখন সবাই আমার খোঁজ-খবর রাখে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আরও যারা শহীদ হয়েছেন তাদের সকলের জন্য দোয়া করবেন। আমার ছেলে জীবন দিয়ে নতুন স্বাধীনতা এনেছে। একজন বাবার জন্য এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে।বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ২০২৪ সালে ৫ আগস্ট বংশাল থানার পাশে তাতী বাজার এলাকায় দুপুর দুইটার দিকে পুলিশের গুলিতে আহত হয় আব্দুল্লাহ। গুলি তার মাথায় লাগে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও ঢাকার সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিন মাস ১০ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় গত বছরের ১৪ নভেম্বর ভোরে মারা যায়। তিনি পুরোনো ঢাকার শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাঁপাইনবাবগঞ্জে লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
চাঁপাইনবাবগঞ্জে লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন

চাঁপাইনবাবগঞ্জে তীব্র গরমের মধ্যেই বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শহরে ৫-৬ ঘণ্টা লোডশেডিং হলেও গ্রামাঞ্চলে অবস্থা আরও Read more

সারাদেশে নদীভাঙন রোধে কাজ করছে সরকার: এনামুল হক শামীম
সারাদেশে নদীভাঙন রোধে কাজ করছে সরকার: এনামুল হক শামীম

‘বর্ষাকে সামনে রেখে সারাদেশে নদীভাঙন রোধে কাজ করছে সরকার। কোথাও যেন ভাঙন না হয়, সে লক্ষ্যে আগে থেকেই কাজ করা Read more

যুক্তরাষ্ট্রে ঈদের অনুষ্ঠানে গোলাগুলি, কয়েকজন গুলিবিদ্ধ
যুক্তরাষ্ট্রে ঈদের অনুষ্ঠানে গোলাগুলি, কয়েকজন গুলিবিদ্ধ

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক ঈদের অনুষ্ঠানে ব্যাপক গোলাগুলি হয়েছে। এতে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় একাধিক বন্দুকসহ কয়েকজন ব্যক্তিকে Read more

আহমদ হোসেন, বদি, তাজুল, সোহায়েল আটক; আ’লীগের আরও যারা গ্রেফতার আছেন
আহমদ হোসেন, বদি, তাজুল, সোহায়েল আটক; আ’লীগের আরও যারা গ্রেফতার আছেন

গত পাঁচই অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তার একজন উপদেষ্টা, সরকারের শীর্ষ সাবেক দু’জন মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ দলের বেশ কয়েকজন Read more

ভিক্ষা না চাইলে কেউ সাহায্যও করবে না: রিমি
ভিক্ষা না চাইলে কেউ সাহায্যও করবে না: রিমি

বলিউড অভিনেত্রী রিমি সেন। ‘হাঙ্গামা’, ‘ধুম’-এর মতো সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি।

পটুয়াখালীতে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা
পটুয়াখালীতে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘূনিভূত হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সুস্পষ্ট লঘুচাপ আকারে অবস্থান করছে।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন