সবাই যখন ঈদের আনন্দে মাতোয়ারা, তখন গাজীপুরের হোতাপাড়া মনিপুর বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে অনেকের সময় কাটছে নিঃসঙ্গতায় ও চোখের জলে। পরিবার-পরিজনের জন্য জীবনভর ভালোবাসা ও ত্যাগ স্বীকার করেও শেষ জীবনে এসে একাকীত্বই তাদের সঙ্গী। নতুন পোশাক ও বিশেষ খাবার পেলেও ঈদের উৎসব যেন ছুঁয়ে যায় না তাদের হৃদয়।তবে, এই বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এগিয়ে এসেছেন জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম। তিনি নিজে উপস্থিত থেকে তাদের সঙ্গে সময় কাটান, খোঁজখবর নেন এবং খাবার বিতরণ করেন।ওসি আব্দুল আলিম বলেন, “পারিবারিক নানা জটিলতার কারণে এসব বয়োজ্যেষ্ঠ মানুষ বৃদ্ধাশ্রমে ঠাঁই নিয়েছেন। জীবনভর পরিবারকে ভালোবাসা ও সেবা দেওয়া এই প্রবীণরা আজ নিঃসঙ্গ। শেষ বয়সে তাদের প্রাপ্য ছিল ভালোবাসা, যত্ন আর স্নেহ। কিন্তু বাস্তবতা অনেকের জন্যই নির্মম।”তিনি আরও বলেন, “ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব আমাদের সকলের। আমরা যদি পরিবারে থাকা প্রবীণদের প্রতি আরও যত্নবান হই, তাহলে হয়তো এমন অনেক বাবা-মাকে বৃদ্ধাশ্রমে আশ্রয় নিতে হবে না।”ঈদের দিনে এমন ব্যতিক্রমী উদ্যোগে বৃদ্ধাশ্রমের বাসিন্দারাও কিছুটা আনন্দ পেয়েছেন। তবে তাদের চোখে ছিল হারানোর বেদনা, আর হৃদয়ে ছিল পরিবারকে ফিরে পাওয়ার আকুতি।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সূচক ঊর্ধ্বমুখী, লেনদেন ২ হাজার কোটি টাকার ঘরে
সূচক ঊর্ধ্বমুখী, লেনদেন ২ হাজার কোটি টাকার ঘরে

ড. মুহাম্মদ ইউনূ‌সের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের খবরে দেশের পুঁজিবাজার প্রাণ ফিরে পেয়েছে।

শপথ নিলেন রংপুর বিভাগের নবনির্বাচিত ৫৭ প্রতিনিধি
শপথ নিলেন রংপুর বিভাগের নবনির্বাচিত ৫৭ প্রতিনিধি

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম দফায় বিভাগের ১৯ উপজেলার ৫৭ জন নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানের শপথ অনুষ্ঠিত হয়েছে।

হিলি বন্দরে আবারও ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু
হিলি বন্দরে আবারও ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু

লোকসানের আশঙ্কায় বন্ধ রাখার ২০ দিন পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।

প্রথমার্ধে গোল পায়নি ইংল্যান্ড
প্রথমার্ধে গোল পায়নি ইংল্যান্ড

সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচের প্রথমার্ধে ভালো খেলেও গোল পায়নি ইংল্যান্ড। তাতে গোলশূন্যভাবে শেষ হয়েছে প্রথমার্ধের খেলা।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন