মাদারীপুরের শিবচরে শেষ মুহূর্তের ঈদের কেনাকাটায় মুখরিত বিপণীবিতানগুলো। রঙিন আলোয় সেজেছে বাজার, জমে উঠেছে পোশাক ও জুতার দোকান। ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন কাঁচাবাজারের বিক্রেতারাও। বাড়তি দামের আক্ষেপে মিশিয়ে নিচ্ছেন আনন্দের রঙ।শনিবার (২৯ মার্চ) সরেজমিনে দেখা গেছে, ঈদকে কেন্দ্র করে শিবচরের বিপণীবিতানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়। বাহারি পোশাকের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা, আর ক্রেতারা ব্যস্ত তাদের সাধ্যের মধ্যে পছন্দের পোশাক কেনায়। নামিদামি ব্র্যান্ডের প্রতি আগ্রহ থাকলেও অতিরিক্ত দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ক্রেতাদের।উপজেলার একাধিক মার্কেটের প্রবেশপথ থেকে দোকানের ভেতর পর্যন্ত ধাক্কাধাক্কির চিত্র চোখে পড়ার মতো। কেউ ছুটছেন গার্মেন্টসের পোশাকের দিকে, কেউবা কসমেটিকস ও জুতার দোকানে ভিড় করছেন।শিবচরের বিভিন্ন কাঁচাবাজার ও বিপণীগুলোতে ঈদের আনন্দে মিশেছে কেনাকাটার ব্যস্ততা, আর মানুষের মুখে হাসির ঝিলিক। ঈদের আনন্দে নতুন পোশাকের খুশি ছড়িয়ে পড়ছে সবার মনে।ইউনুস নামের এক পোশাক ক্রেতা বলেন, “দোকানে ঢুকতেই ভিড়ে ধাক্কাধাক্কি। দামও চড়া, পছন্দের পোশাক পেলেও কিনতে কষ্ট হচ্ছে। তবুও সাধ্যের মধ্যে কেনাকাটা করছি।”ইতালি প্রবাসী রুবেল বেপারীর ভাষ্য, “পরিবারের জন্য পোশাকাদি কেনাকাটা করতে এসেছি। চাপ যেমন বেশি, দামও তেমন। তবে ঈদের আনন্দ পরিবারের সঙ্গে ভাগাভাগি করতেই হবে।”বিক্রেতারাও খুশি ঈদের বেচাকেনায়। সবীজ গার্মেন্টসের স্বত্বাধিকারী বলেন, “গত বছরের তুলনায় বিক্রি ভালো। ক্রেতারাও আগ্রহ নিয়ে কিনছেন।” সৌরভ ফ্যাশনের মালিক জানান, “সকাল থেকে ব্যস্ত সময় পার করছি। ব্র্যান্ডের পোশাকের দাম সবসময় একটু বেশি থাকে।”এদিকে ঈদকে ঘিরে কাঁচাবাজারগুলোতে সমানভাবে ভিড় জমেছে। কেউ ধাক্কাধাক্কি করে, কেউ আবার সাবধানে নিজেদের চাহিদামতো কাঁচাবাজার সংগ্রহ করছেন। পোশাকের মতোই কাঁচাবাজারের গুরুত্বও কম নয়। ঈদের নামাজ ও সেমাই খাওয়ার পরই গরুর মাংস দিয়ে বাহারি পিঠা ও অন্যান্য খাবার তৈরি হয়, যা উৎসবের অন্যতম আকর্ষণ।গ্রামের ঐতিহ্য সম্পর্কে জুলহাস নামের এক ব্যক্তি বলেন, “আমরা সাধারণত ঈদের দিনে সেমাই খাওয়ার পর দুপুরে একই সমাজের সবাই একত্রে গরুর মাংস দিয়ে ভাত খাই। এটা আমাদের গ্রামের একটি চিরাচরিত ঐতিহ্য।” এ কারণেই ঈদের আগের দিন প্রতিটি কাঁচাবাজারে গরুর মাংসের দোকানসহ আনুষঙ্গিক পণ্য—পেঁয়াজ, রসুন, ও অন্যান্য মসলার দোকানে ব্যাপক ভিড় দেখা যায়।শিবচর থানার ওসি মো. রতন শেখ জানান, “কেনাবেচার চাপ বেড়েছে। যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।”এমআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে গোপালগঞ্জে আইনজীবী সমিতির বিক্ষোভ
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে গোপালগঞ্জে আইনজীবী সমিতির বিক্ষোভ

সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশত্যাগে বাধ্য করার প্রতিবাদে ও অবিলম্বে দেশে ফিরিয়ে আনার দাবীতে গোপালগঞ্জে বিক্ষোভ Read more

বিতর্কে ঢাবিকে হারিয়ে বিজয়ী বশেমুরবিপ্রবি
বিতর্কে ঢাবিকে হারিয়ে বিজয়ী বশেমুরবিপ্রবি

আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়কে (ঢাবি) হারিয়ে বিজয়ী হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)।

ইউক্রেনে ড্রোনের ব্যবহার যুদ্ধকে যে অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে
ইউক্রেনে ড্রোনের ব্যবহার যুদ্ধকে যে অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে

যুদ্ধে মোতায়েন অনেকের মতোই গাড়িতে থাকা সৈন্যরা এই ছোট্ট 'ব্ল্যাকবক্স'কে বেশ সম্মানের সঙ্গে দেখে। কারণ মাথার উপরে থাকা বিপদ (ড্রোন) Read more

এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হতে চায় ইউআরও এগ্রোভেট
এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হতে চায় ইউআরও এগ্রোভেট

পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে চায় ইউআরও এগ্রোভেট লিমিটেড। কোম্পানিটি পুঁজিবাজারের স্বল্প মূলধনি কোম্পানিগুলোর এসএমই প্ল্যাটফর্ম থেকে ইনিশিয়াল কোয়ালিফাই ইনভেস্টর অফারের (আইকিউআইও) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন