দীর্ঘ ১৬ বছর পর এবারের ঈদযাত্রায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা মোড় এলাকায় স্বস্তি ফিরেছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ এই সংযোগস্থলে ২৩টি জেলার মানুষ এবার নির্বিঘ্নে যাতায়াত করতে পারছেন।প্রতিবছর ঈদ এলেই চন্দ্রা মোড় ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হতো। ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে চরম ভোগান্তি পোহাতে হতো যাত্রী ও চালকদের। তবে এবার সেই চিত্র বদলে গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকরী পদক্ষেপ, সড়ক উন্নয়ন ও সুসংগঠিত ট্রাফিক ব্যবস্থাপনার কারণে যানজটমুক্ত ঈদযাত্রার অভিজ্ঞতা পেয়েছেন যাত্রীরা।চলতি বছরে যানজট এড়াতে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। পুলিশের পাশাপাশি হাইওয়ে পুলিশ, আনসার, র‍্যাব ও সেনাবাহিনী সম্মিলিতভাবে মহাসড়কের যান চলাচল নিয়ন্ত্রণ করছে।চন্দ্রা মোড়সহ গুরুত্বপূর্ণ মোড়গুলোর সড়ক সম্প্রসারণ ও সংস্কার করা হয়েছে, ফলে যানবাহনের গতি স্বাভাবিক রয়েছে।বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ঈদযাত্রার সুবিধার্থে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে কাজ করছে, যা যানজট নিরসনে ভূমিকা রেখেছে।যাত্রীদের সুবিধার্থে ঢাকা ও উত্তরবঙ্গের সংযোগস্থলে বিকল্প সড়কের ব্যবহার নিশ্চিত করা হয়েছে, চাপ কমাতে সহায়তা করেছে।যাত্রীরা জানান, এবারের ঈদযাত্রা অন্যান্য বছরের তুলনায় অনেক স্বস্তিদায়ক। ঢাকার গাবতলী, আশুলিয়া ও চন্দ্রা মোড় হয়ে উত্তরবঙ্গগামী বাস, ট্রাক ও ব্যক্তিগত গাড়িগুলো সহজেই গন্তব্যে পৌঁছাতে পারছে।নাটোরগামী যাত্রী মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, প্রতিবছর চন্দ্রা মোড়ে এসে ভয় পেতাম, কখন পৌঁছাবো জানতাম না। এবার কোনো যানজট নেই, মাত্র ৩০ মিনিটেই সাভার থেকে চন্দ্রা পার হয়েছি।অপর এক যাত্রী, রাজশাহীগামী রোকসানা আক্তার বলেন, ছোট বাচ্চাদের নিয়ে ঈদের আগে বাসে দীর্ঘ যানজটে আটকে থাকা খুব কষ্টকর ছিল। কিন্তু এবার খুব আরামে বাড়ি ফিরতে পারছি।আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানাই।নাওজোড় হাইওয়ে পুলিশের (ওসি) রইজ উদ্দিন বলেন, যানজট এড়াতে আমরা এক সপ্তাহ আগেই পরিকল্পনা নিয়েছি। প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে ট্রাফিক পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে। পাশাপাশি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে।কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদ বলেন,চন্দ্রা মোড়ে যানজট নিরসনে এবার বেশ কিছু নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। মূল সড়কের পাশাপাশি বিকল্প রুট চালু করা হয়েছে, ফলে চাপ কমেছে।বিশেষজ্ঞরা বলছেন, শুধু ঈদ নয়, সারা বছর এভাবেই সুষ্ঠু যানবাহন ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে দেশের মহাসড়কগুলোতে আর কখনো যানজট হবে না। এজন্য নিয়মিত মনিটরিং ও পরিকল্পিত ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গবেষণা প্রকল্পে বরাদ্দ পাচ্ছেন বুটেক্সের ২ শিক্ষক
গবেষণা প্রকল্পে বরাদ্দ পাচ্ছেন বুটেক্সের ২ শিক্ষক

শিক্ষাখাতে উচ্চতর গবেষণা সহায়তা কর্মসূচির আওতায় গবেষণা প্রকল্পের জন্য ২২ লাখ টাকা বরাদ্দ পাচ্ছেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) দুই শিক্ষক।

রাজধানীতে ট্রাক আসছে গরু নিয়ে, ফিরছে মানুষ নিয়ে
রাজধানীতে ট্রাক আসছে গরু নিয়ে, ফিরছে মানুষ নিয়ে

এক দিন পরেই পবিত্র ঈদুল আজহা। এখনো ঢাকার বিভিন্ন হাটে বিক্রির উদ্দেশ্যে কোরবানির পশু আনা হচ্ছে। অন্যদিকে, প্রিয়জনদের সঙ্গে ঈদ Read more

আমি একটু ত্যাঁদড় টাইপের মানুষ: কাঞ্চন মল্লিক
আমি একটু ত্যাঁদড় টাইপের মানুষ: কাঞ্চন মল্লিক

অভিনেত্রী অনিন্দিতা দাসকে ভালোবেসে প্রথম সংসার শুরু করেছিলেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেতা কাঞ্চন মল্লিক।

মালয়েশিয়ায় অসামাজিক কার্যকলাপে ১৮ বাংলাদেশি গ্রেপ্তার
মালয়েশিয়ায় অসামাজিক কার্যকলাপে ১৮ বাংলাদেশি গ্রেপ্তার

মালয়েশিয়ার অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১৮ বাংলাদেশিসহ মোট ৭৫ জনকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ (জিআইএম)।   

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন