ময়মনসিংহের গৌরীপুরে বালুবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষে দুই শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও দুইজন।রবিবার (৩০ মার্চ) সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার ডৌহাখলা ইউনিয়নের চর শ্রীরামপুর গ্রামের বৈশাখী মোড়ে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন- একই উপজেলার ভাংনামারী ইউনিয়নের দুর্বারচর গ্রামের ওবায়দুর রহমানের স্ত্রী কুলসুমা খাতুন (৯৫), মানিক মিয়ার স্ত্রী দীলরুবা খাতুন (৪০), ময়মনসিংহ শহরের নাটক ঘরলেন এলাকার সাইফুল ইসলামের মেয়ে রিতি আক্তার (১৪) ও প্রীতি আক্তার (৭)।এছাড়া আহতরা হলেন- গৌরীপুরের ভাংনামারী ইউনিয়নের দুর্বারচর গ্রামের মানিক মিয়ার মেয়ে মাহী আক্তার (১৬) ও একই গ্রামের নজরুল ইসলামের স্ত্রী শ্যামলী আক্তার (২০)। এরমধ্যে মাহী আক্তার নিহত দীলরুবা খাতুনের মেয়ে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারটি ঈদ পালন করতে ময়মনসিংহ নগরীর নাটক ঘরলেনের বাসা থেকে অটোরিকশা নিয়ে গৌরীপুরের যাচ্ছিল। যাত্রাপথে যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশাটি সকাল সাড়ে ৬ টার দিকে গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের চর শ্রীরামপুর গ্রামের বৈশাখী মোড় পর্যন্ত আসতেই অটোরিকশার সঙ্গে বালুবাহী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় অটোরিকশার ৩ যাত্রী। এসময় আশপাশের লোকজন আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে, সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. সফিকুল ইসলাম জানান, সকাল সাড়ে ৭টার দিকে চারটি মরদেহ হাসপাতালে এসেছে। মরদেহগুলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এছাড়া আহত অবস্থায় মাহি আক্তার ও শ্যামলী নামের দুইজন হাসপাতালে ভর্তি রয়েছে।গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। ঘটনার পর ঘাতক ট্রাক চালক পালিয়ে গেছে, তাকে গ্রেফতারে পুলিশ কাজ করছে।পিএম
Source: সময়ের কন্ঠস্বর