গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা বিটের অধীনে সিনাবহ বাঘাম্বর এলাকায় আজ রবিবার (৩০ মার্চ) সকাল ১০টা থেকে বন বিভাগের উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।ঢাকা বন বিভাগের আয়োজনে পরিচালিত এই অভিযানে ৫ আগস্টের পর অবৈধভাবে বনের জমিতে নির্মিত ঘরবাড়ি, জমি দখল, গজারি গাছ কর্তন ও দখল বাণিজ্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।অভিযানে উপস্থিত ছিলেন ঢাকা বন বিভাগের ডিএফও, ঢাকা বিভাগের এসিএফ ফাহিম মাসুদ, রেঞ্জ কর্মকর্তা, কালিয়াকৈর রেঞ্জের বিভিন্ন অফিসের বিট কর্মকর্তা ও কর্মচারীরা। এছাড়া অভিযানে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, আনসার বাহিনী এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারাও সহযোগিতা করছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এই এলাকায় বনভূমি দখল ও গাছ কেটে নেওয়ার অভিযোগ রয়েছে। বন বিভাগ জানিয়েছে, দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং বনভূমি পুনরুদ্ধারে নিয়মিত অভিযান চালানো হবে।পিএম
Source: সময়ের কন্ঠস্বর