রাজশাহীর বাঘায় বোমা তৈরী করতে গিয়ে বোমা বিস্ফোরিত হয়ে  সজিব হোসেন(২০) নামের এক কলেজ ছাত্রের হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। শনিবার (২৯ মার্চ) বেলা ৩টার দিকে উপজেলার বাঘা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দালালপাড়া গ্রামের এক আম বাগানে এ ঘটনাটি ঘটেছে।আহত সজিব হোসেন উপজেলার জোতরাঘব উচ্চ বিদ্যালয় অ্যান্ড বিএম কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। রাকিব হোসেন ও শাকিব হোসেন স্থানীয় ভোকেশনালের নবম শ্রেণির ছাত্র বলে জানা গেছে।এ ঘটনা সাথে জড়িত ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে । সজিব হোসেনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থা অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক  সাজিয়া খান তাকে উন্নত চিকিৎসার জন্য  রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।স্থানীয় সূত্রে জানা গেছে, বাঘা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দালালপাড়া গ্রামের জয়নাল হোসেনের ছেলে সজিব হোসেন , একই গ্রামের রেজাউল করিমের ছেলে রাকিব হোসেন (১৬) ও সাইফুল ইসলামের ছেলে শাকিব হোসেন (১৭) তিনজন মিলে নিজ এলাকার এক আম বাগানে বোমা তৈরী করছিল। এ সময় বোমা বিস্ফোরিত হয়ে সজিব হোসেনের বাম হাতের কবজি বিছিন্ন হয়ে যায়। সহযোগী রাকিব হোসেন ও শাকিব হোসেন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার  রাকিব ও শাকিবকে  জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে থানা- পুলিশ।এ বিষয়ে আহত সজিব হোসেনের পিতা জয়নাল হোসেন বলেন, ঈদকে সামনে রেখে আনন্দ করার জন্য দুই বন্ধুকে সাথে নিয়ে পটকা (বোমা)তৈরী করতে গিয়ে বিস্ফোরিত হয়ে আমার ছেলের সজিব হোসেনের হাত ক্ষতিগ্রস্থ হয়েছে। তারা কোন পরিকল্পনা করার জন্য এ ঘটনা করেনি বলে দাবি করেন তিনি।এ বিষয়ে বাঘা মেলা কমিটির ইজারাদার শফিউর  রহমান শফি বলেন, ৫০০ বছরের ঈদমেলা নষ্ট করার টার্গেট নিয়ে তারা বোমা তৈরী করতে গিয়ে এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে বলে  মন্তব্য করেন তিনি ।বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান বলেন, ঘটনায় জিজ্ঞাসার ২জনকে থানায় আনা হয়েছে। এ বিষয়ে বিস্ফোরণ আইনে মামলা করা হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রমেকের ডরমেটরি থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার
রমেকের ডরমেটরি থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার

রংপুর মেডিক্যাল কলেজের (রমেক) আবাসিক ভবন থেকে মো. আখতারুজ্জামান (৫২) নামে এক চিকিৎসকের মরদেহ উদ্ধার হয়েছে।

ফিলিস্তিনের জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আহ্বান 
ফিলিস্তিনের জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আহ্বান 

ফিলিস্তিনের জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থাকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নেত্রকোনায় ব্যবসায়ীর রক্তাক্ত লাশ উদ্ধার
নেত্রকোনায় ব্যবসায়ীর রক্তাক্ত লাশ উদ্ধার

নেত্রকোনার কেন্দুয়ায় খাল থেকে তারা মিয়া (৬২) নামের এক কাচাঁমাল ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ মার্চ) ১১টার দিকে Read more

টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিক্সিংয়ের কালো থাবা, নেপথ্যে কে? 
টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিক্সিংয়ের কালো থাবা, নেপথ্যে কে? 

ভিন্ন ভিন্ন নাম্বার থেকে যোগাযোগ করেছিলেন ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়ার জন্য।

উপজেলা নির্বাচন: নীলফামারী সদরে জয় পেলেন আবুজার
উপজেলা নির্বাচন: নীলফামারী সদরে জয় পেলেন আবুজার

নীলফামারী সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আবুজার রহমান।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন