ঈদুল ফিতরের টানা ৯ দিনের ছুটিকে কেন্দ্র করে পর্যটকদের বরনে নবরূপ সেজেছে সাগরকন্যা কুয়াকাটা। হোটেল, মোটেল, কটেজ, খাবার দোকান, বিপনী বিতানসহ পর্যটন সংশ্লিষ্ট ১৬টি পেশার সর্বত্রই চলছে শেষ মূহুর্তের সাজসজ্জা।সৈকতের ছাতা বেঞ্চি থেকে শুরু করে ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলোতে দেয়া হচ্ছে নতুন রুপ। ইতোমধ্যে বুকিং হয়ে গেছে অধিকাংশ হোটেলের কক্ষ। ঈদের টানা ৬ দিনের ছুটিতে প্রায় প্রায় ৬ লাখ পর্যটকের সমাগম প্রত্যাশা করছে সংশ্লিষ্টরা। এদিকে পর্যটকদের নিরাপদ ভ্রমণ স্বাচ্ছন্দ্যময় করতে চার স্তরে নিরাপত্তার উদ্যোগ নিয়েছে কুয়াকাটা টুরিস্ট পুলিশ।ব্যবসায়ীরা জানায়, বিগত বছরগুলোতে ঈদ পরবর্তী টানা ১৫ দিন পর্যটকের ভীড়ে মুখরিত ছিল পর্যটন নগরী কুয়াকাটা। এবার আরও বেশি সংখ্যক পর্যটক আগমনের আশা করছেন ব্যবসায়ীরা। ইতোমধ্যে আগাম বুকিং হয়েছে অধিকাংশ হোটেল মোটেল। তাই পর্যটকদের বরনে নতুন করে সাজানো হচ্ছে সবকিছু। রং তুলির আঁচড় এবং ধুয়ে মুছে পরিচ্ছন্ন করা হচ্ছে হোটেল মোটেল। এবার ঈদে টানা ৯ দিনের সরকারী ছুটি থাকলেও ইদের দিন ৩১ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ৬ দিনে ৬ লাখ পর্যটক আগমেনর আশা করছেন ব্যবসায়ীরা। হোটেল ফ্রেন্ডস পার্ক ইন এর ব্যবস্থাপক মোহাম্মদ আল আমিন শেখ বলেন, তাদের কক্ষ এবং আবাসন ব্যবস্থায় নতুন রুপ দেয়া হয়েছে ইতোমধ্যে তাদের হোটেলের ৯ তারিখ পর্যন্ত ৭০% কক্ষ বুকিং হয়ে গেছে।ট্যুর অপারেটর এ্যাসোশিয়েশন অফ কুয়াকাটা (টোয়াক) সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেন, টানা ৯ দিন ছুটি থাকায় অন্যান্য বছরের তুলনায় এবারের ঈদে পর্যটকদের আগমন বেশি ঘটবে। আর এইদিকে মাথায় রেখো ছোটদের সেবা বাড়ানোর জন্য নানা উদ্যোগ নিয়ে টোয়াক।কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, কুয়াকাটা সিভি সহ দর্শনীয় সকল স্থানে টুরিস্ট পুলিশের উপস্থিতি এবং নজরদারি বাড়ানো হবে। পাশাপাশি ফায়ার সার্ভিসের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। টুরিস্ট পুলিশের এডিশনাল ডিআইজি অনির্বাণ বড়ুয়া বলেন, পর্যটকদের নিরাপত্তায় জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। টুরিস্ট পুলিশের সকল সদস্যকে পর্যটকদের পর্যাপ্ত পর্যটন বান্ধব সেবা দেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বৈষম্য নিরসনে বাজেটে বিশেষ বরাদ্দ চান সমতলের আদিবাসীরা
বৈষম্য নিরসনে বাজেটে বিশেষ বরাদ্দ চান সমতলের আদিবাসীরা

ভারতের সীমান্তঘেঁষা ক্ষুদ্র নৃগোষ্ঠীঅধ্যুষিত জেলা শেরপুর। এখানে গারো পাহাড় এবং তার আশপাশের এলাকায় বসবাসকারী এই জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস কৃষি।

‘নিরাপত্তা বাহিনীর সরাসরি গুলিতে উদ্বেগ জাতিসংঘের’
‘নিরাপত্তা বাহিনীর সরাসরি গুলিতে উদ্বেগ জাতিসংঘের’

২৬শে জুলাই শুক্রবার প্রকাশিত পত্রিকাগুলোর প্রথম পাতায় কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘাত সহিংসতায় বহু মানুষ হতাহতের খবর, দেশব্যাপী গ্রেফতার Read more

মধ্য আফ্রিকায় নৌকা ডুবে ৫৮ জনের মৃত্যু
মধ্য আফ্রিকায় নৌকা ডুবে ৫৮ জনের মৃত্যু

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের রাজধানী বানগুইয়ে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি নৌকা নদীতে ডুবে কমপক্ষে ৫৮ জন মারা গেছেন।

বান্দরবানে যৌথবাহিনীর অভিযানে কেএনএফের ২ সদস্য নিহত
বান্দরবানে যৌথবাহিনীর অভিযানে কেএনএফের ২ সদস্য নিহত

বান্দরবানের রুমায় যৌথবাহিনীর অভিযানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ২ সদস্য নিহত হয়েছেন।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন