নওগাঁর পত্নীতলায় এতিম ও অসহায় শিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে আবাম ফাউন্ডেশন বাংলাদেশ’র উদ্যোগে শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার ( ২৯ মার্চ) দুপুরে উপজেলার জামগ্রাম হযরত মোল্লা আতা নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানায় ৩০ জন এতিম শিশুদের মাঝে এসব ঈদ বস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- আবাম ফাউন্ডেশন বাংলাদেশ এর আঞ্চলিক প্রতিনিধি ও কেন্দ্রীয় অর্থ সম্পাদক আকন্দ হাসান মাহমুদ, ফাউন্ডেশনের নওগাঁ জেলা প্রতিনিধি মোঃ আব্দুর রাকিব, মোঃ আল আমিন ও স্থানীয় সমাজসেবক শিক্ষানবিশ এডভোকেট আখতার ফারুক এবং মাদ্রাসার মুহতামিম হাফেজ ক্বারী মাওঃ মোঃ জহুরুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবৃন্দ।এইচএ
Source: সময়ের কন্ঠস্বর