বগুড়ার শেরপুরে চুরি হওয়া একটি চার্জার অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে।আটক মো. মনির (২৯) শেরুয়া দহপাড়া এলাকার রুবেল হোসেন রুপেনে ছেলে। থানা সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৮ মার্চ) দুপুর ১টার দিকে শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের খন্দকারটোলা দক্ষিণপাড়ার আজাহার আলীর ছেলে আবু জাফর (২৫), থানায় অজ্ঞাত চোরদের বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযোগে উল্লেখ করেন, তিনি পেশায় একজন চার্জার অটোরিকশা চালক। প্রতিদিনের মতো ওইদিন সকাল ৭টার দিকে নীল রঙের অটোরিকশাটি (পেছনে ‘তালুকদার ফ্যাশন হাউস’ লেখা) নিয়ে বের হন। দুপুরে চাল কলের সামনে অটোরিকশাটি রেখে ভিতরে যান। প্রায় ৩০ মিনিট পর ফিরে এসে দেখেন, অটোরিকশাটি চুরি হয়ে গেছে। যার বাজারমূল্য আনুমানিক ৯০ হাজার টাকা।এ ঘটনায় শেরপুর থানায় মামলা দায়ের করা হয়। মামলাটি তদন্তকালে তথ্যপ্রযুক্তির সহায়তা ও সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে এসআই সারাফত জামান অভিযান পরিচালনা করে, শনিবার ২৯ মার্চ ভোরে শেরুয়া বটতলা এলাকায়। একটি চায়ের দোকানের সামনে থেকে মো. মনিরকে আটক করেন। শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, অভিযোগের পর পরই আমরা তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে অভিযান পরিচালনা করে মূল অভিযুক্তকে গ্রেফতারসহ চুরি হওয়া অটোরিকশা উদ্ধার করা হয়েছে। শেরপুর থানা এলাকায় অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।এইচএ
Source: সময়ের কন্ঠস্বর