পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে চট্টগ্রাম নগরীর চিরচেনা চিত্র পাল্টে গেছে। প্রতিবারের মতো এবারও ঈদ যাত্রায় ঘরমুখো মানুষের ঢল নেমেছে বাস টার্মিনাল ও রেল স্টেশনগুলোতে। পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটছে গ্রামে। এ সুযোগে সক্রিয় হয়ে উঠেছে বিভিন্ন অপরাধী চক্র ছিনতাই, ডাকাতি, চুরি ও অজ্ঞান পার্টির তৎপরতা বেড়ে যাওয়ার আশঙ্কায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৭)।র‍্যাব-৭-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদযাত্রায় মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রাম মহানগরী ও আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। নগরীর অলংকার, একে খান বাসস্ট্যান্ড, অক্সিজেন মোড়, কদমতলী, টাইগারপাস, কর্ণফুলী ব্রিজ এলাকা এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্টে বাড়ানো হয়েছে নজরদারি। বিশেষ করে আন্তঃজেলা বাসস্ট্যান্ড ও রেলস্টেশনগুলোতে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, যাতে যাত্রীরা নির্বিঘ্নে ঈদযাত্রা সম্পন্ন করতে পারেন।ঈদকে কেন্দ্র করে সক্রিয় হয়ে ওঠা অজ্ঞান পার্টি, মলম পার্টি ও ছিনতাই চক্রকে প্রতিহত করতে বিশেষ অভিযান চালাচ্ছে র‍্যাব। আইনশৃঙ্খলা বাহিনীর ভাষ্যমতে, গত ১ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ১০ জন দুষ্কৃতকারী ও নাশকতাকারী এবং ১৫ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। ঈদযাত্রায় কোনো যাত্রী যেন প্রতারণার শিকার না হন, সে লক্ষ্যে প্রতিটি বাস ও ট্রেনে নজরদারি রাখা হচ্ছে।ঈদের সময় যাত্রীদের হয়রানি রোধে বাস-ট্রেনের টিকিট সিন্ডিকেট ও কালোবাজারির বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে র‍্যাব ও প্রশাসন। যাত্রীদের নির্ধারিত ভাড়ায় টিকিট প্রাপ্তি নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে, যাতে কোনো অসাধু চক্র বাড়তি মুনাফা লুটতে না পারে।ঈদের ছুটিতে চট্টগ্রাম নগরীর একাংশ ফাঁকা হয়ে যায়, ফলে ফাঁকা বাসা-বাড়ি ও বিপণিবিতানে চুরির আশঙ্কা বাড়ে। এ বিষয়ে সতর্কতা অবলম্বন করে র‍্যাব-৭ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, শহরের গুরুত্বপূর্ণ আবাসিক এলাকাগুলোতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে, যাতে কোনো চক্র এই সুযোগ কাজে লাগিয়ে চুরি, ডাকাতি বা নাশকতামূলক কার্যক্রম পরিচালনা করতে না পারে।ঈদের দিন বিশাল জনসমাগম হয় বিভিন্ন ঈদগাহ, মসজিদ ও বিনোদনকেন্দ্রগুলোতে। তাই ঈদ জামাত নির্বিঘ্নে সম্পন্ন করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদের ছুটিতে নগরীর পতেঙ্গা সমুদ্রসৈকত, ফয়’স লেক, চিড়িয়াখানা, পার্কসহ বিভিন্ন বিনোদনকেন্দ্রে ঘুরতে যাওয়া মানুষদের নিরাপত্তা নিশ্চিতে অতিরিক্ত টহল মোতায়েন করা হয়েছে।ঈদকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা, উসকানিমূলক গুজব ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রচেষ্টা প্রতিহত করতে র‍্যাব-৭ সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদের আগে ও পরে যেকোনো সন্দেহজনক কার্যক্রম কঠোর নজরদারিতে রাখা হচ্ছে এবং প্রয়োজন হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।র‍্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ.আর.এম মোজাফফর হোসেন জানিয়েছেন, ঈদুল ফিতরকে কেন্দ্র করে মানুষের নির্বিঘ্ন যাত্রা ও নিরাপদ উৎসব উদযাপনের লক্ষ্যে র‍্যাব সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। চট্টগ্রাম মহানগরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আমাদের টহল ব্যবস্থা অব্যাহত রয়েছে। যেকোনো অপরাধ দমন ও নাশকতার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণে আমরা বদ্ধপরিকর।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চিকসা গ্রামে উচ্চস্বরে গান-বাজনা নিষিদ্ধ, ধর্মীয় কর্মকাণ্ডে বাধা নেই
চিকসা গ্রামে উচ্চস্বরে গান-বাজনা নিষিদ্ধ, ধর্মীয় কর্মকাণ্ডে বাধা নেই

চিকসা গ্রামে উচ্চস্বরে গান-বাজনা না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, মুসলিম সম্প্রদায়ের ওয়াজ-মাহফিল এবং সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় কর্মকাণ্ডে সাউন্ড সিস্টেম Read more

এবি ব্যাংকের লভ্যাংশ ঘোষণা
এবি ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারের ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি এবি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন