ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের চাপ বেড়েছে গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে। শনিবার (২৯ মার্চ) সকাল থেকেই এই মহাসড়কে যানজট ও যাত্রীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। বাস, মাইক্রোবাস, সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় যান চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে।ঈদযাত্রার কারণে ভাড়া বেড়ে গেছে দ্বিগুণেরও বেশি। সাধারণ সময়ে যে রুটে যাত্রীরা ১০০-১৫০ টাকায় যাতায়াত করতেন, সেখানে আজ সেই ভাড়া আদায় করা হচ্ছে ৩০০-৪০০ টাকা। ভাড়া বৃদ্ধির কারণে সাধারণ যাত্রীরা চরম বিপাকে পড়েছেন।চন্দ্রা এলাকায় দাঁড়িয়ে থাকা এক যাত্রী করিম জানান, সকাল থেকে দাঁড়িয়ে আছি, কিন্তু গাড়ি পাচ্ছি না। যে বাসগুলো পাওয়া যাচ্ছে, সেগুলোর ভাড়া স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ নিচ্ছে। বাধ্য হয়েই বেশি ভাড়া দিয়ে যাতায়াত করতে হচ্ছে।আরেক যাত্রী ইমাম আলী বলেন ঈদের আগে এমন দুর্ভোগ নতুন কিছু নয়। কিন্তু এবার যানজট ও ভাড়া বৃদ্ধির মাত্রা অতিরিক্ত। সাধারণ মানুষ কীভাবে এত টাকা ভাড়া দেবে?অন্যদিকে বাস ও সিএনজি চালকরা বলছেন, অতিরিক্ত যানজট  চাহিদা বেড়ে যাওয়ার কারণে তারা ভাড়া কিছুটা বাড়াতে বাধ্য হচ্ছেন। এক বাস চালক আরিফ বলেন,  আমাদেরও গ্যাস ও ডিজেলের দাম বেড়েছে। তার ওপর যানজটের কারণে নির্ধারিত সময়ে পৌঁছানো সম্ভব হচ্ছে না। ফলে ভাড়া সামান্য বাড়াতে হয়েছে।সিএনজি চালকরা জানিয়েছেন, ঈদ উপলক্ষে বাড়তি চাহিদা যানজটের কারণে ভাড়া বাড়ানো ছাড়া তাদের উপায় নেই। এক সিএনজি চালক আলী হোসেন বলেন, যানজটের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হচ্ছে। এতে আমাদের সময় ও জ্বালানির খরচ দুটোই বাড়ছে। তাই ভাড়া কিছুটা বেশি নিচ্ছি।গাজীপুর ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা জানান, ঈদের আগে ঘরমুখো যাত্রীদের চাপ সামলাতে আমরা মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি। যানজট নিরসনে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। তবে অতিরিক্ত যাত্রীচাপ, চালকদের অনিয়ন্ত্রিত ভাড়া আদায় রোধে আমরা কাজ করছি। যাত্রীদের কাছ থেকে অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।যাত্রীরা দাবি করছেন, ভাড়া নিয়ন্ত্রণ যানজট নিরসনে প্রশাসনের কঠোর পদক্ষেপ নেয়া উচিত। ঈদযাত্রার এই ভোগান্তি নিরসনে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতা আরও জোরদার করা প্রয়োজন বলে মনে করছেন ভুক্তভোগীরা।যাত্রীদের ভিড়  অতিরিক্ত ভাড়ার কারণে গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চরম ভোগান্তি দেখা দিয়েছে। দ্রুত এই পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনা গেলে যাত্রীদের দুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিষিদ্ধ হচ্ছে ইমরান খানের দল ‘পিটিআই’ 
নিষিদ্ধ হচ্ছে ইমরান খানের দল ‘পিটিআই’ 

৮ ফেব্রুয়ারির নির্বাচনে পিটিআই প্রার্থীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। কারণ দলটি নির্বাচনে অংশগ্রহণের অনুমতি পায়নি।

বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ দলে নেই জিকো
বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ দলে নেই জিকো

জাতীয় দলে অনিয়মিত আনিসুর রহমান জিকোকে এবার বিশ্বকাপ বাছাইয়েও রাখলেন না বাংলাদেশের কোচ হাভিয়ের কাবরেরা।

হারের দায় যাদের দিলেন ৪৩ বলে ৪৪ রান করা বাবর 
হারের দায় যাদের দিলেন ৪৩ বলে ৪৪ রান করা বাবর 

গতবারের রানার্স-আপ পাকিস্তানকে এক প্রকার নাকানিচুবানি খাইয়েছে নবাগত যুক্তরাষ্ট্র।

পদ্মা সেতু টোল প্লাজাসহ এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ
পদ্মা সেতু টোল প্লাজাসহ এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ

মঙ্গলবার (৯ এপ্রিল) ভোর থেকে মহাসড়কে মোটরসাইকেলের আধিক্য দেখা গেছে।

স্ত্রীর সঙ্গে ‘অস্বাভাবিক’ যৌনতা ধর্ষণ নয়: ভারতীয় হাইকোর্ট
স্ত্রীর সঙ্গে ‘অস্বাভাবিক’ যৌনতা ধর্ষণ নয়: ভারতীয় হাইকোর্ট

আদালতের ব্যাখ্যায় বলা হয়, স্ত্রীর সঙ্গে কোনো প্রকার অস্বাভাবিক যৌনতা ধর্ষণ হতে পারে না।

তসলিমা নাসরিনকে দিল্লি থেকে পশ্চিমবঙ্গে ফেরানোর দাবি বিজিপির
তসলিমা নাসরিনকে দিল্লি থেকে পশ্চিমবঙ্গে ফেরানোর দাবি বিজিপির

কলকাতা থেকে এক সময় ‘বিতাড়িত’ বিতর্কিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনকে পুনরায় পশ্চিমবঙ্গে ফেরানোর আবেদন করেন বিজেপি। এ লক্ষ্যে এবার রাজ্যসভায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন