ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের চাপ বেড়েছে গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে। শনিবার (২৯ মার্চ) সকাল থেকেই এই মহাসড়কে যানজট ও যাত্রীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। বাস, মাইক্রোবাস, সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় যান চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে।ঈদযাত্রার কারণে ভাড়া বেড়ে গেছে দ্বিগুণেরও বেশি। সাধারণ সময়ে যে রুটে যাত্রীরা ১০০-১৫০ টাকায় যাতায়াত করতেন, সেখানে আজ সেই ভাড়া আদায় করা হচ্ছে ৩০০-৪০০ টাকা। ভাড়া বৃদ্ধির কারণে সাধারণ যাত্রীরা চরম বিপাকে পড়েছেন।চন্দ্রা এলাকায় দাঁড়িয়ে থাকা এক যাত্রী করিম জানান, সকাল থেকে দাঁড়িয়ে আছি, কিন্তু গাড়ি পাচ্ছি না। যে বাসগুলো পাওয়া যাচ্ছে, সেগুলোর ভাড়া স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ নিচ্ছে। বাধ্য হয়েই বেশি ভাড়া দিয়ে যাতায়াত করতে হচ্ছে।আরেক যাত্রী ইমাম আলী বলেন ঈদের আগে এমন দুর্ভোগ নতুন কিছু নয়। কিন্তু এবার যানজট ও ভাড়া বৃদ্ধির মাত্রা অতিরিক্ত। সাধারণ মানুষ কীভাবে এত টাকা ভাড়া দেবে?অন্যদিকে বাস ও সিএনজি চালকরা বলছেন, অতিরিক্ত যানজট  চাহিদা বেড়ে যাওয়ার কারণে তারা ভাড়া কিছুটা বাড়াতে বাধ্য হচ্ছেন। এক বাস চালক আরিফ বলেন,  আমাদেরও গ্যাস ও ডিজেলের দাম বেড়েছে। তার ওপর যানজটের কারণে নির্ধারিত সময়ে পৌঁছানো সম্ভব হচ্ছে না। ফলে ভাড়া সামান্য বাড়াতে হয়েছে।সিএনজি চালকরা জানিয়েছেন, ঈদ উপলক্ষে বাড়তি চাহিদা যানজটের কারণে ভাড়া বাড়ানো ছাড়া তাদের উপায় নেই। এক সিএনজি চালক আলী হোসেন বলেন, যানজটের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হচ্ছে। এতে আমাদের সময় ও জ্বালানির খরচ দুটোই বাড়ছে। তাই ভাড়া কিছুটা বেশি নিচ্ছি।গাজীপুর ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা জানান, ঈদের আগে ঘরমুখো যাত্রীদের চাপ সামলাতে আমরা মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি। যানজট নিরসনে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। তবে অতিরিক্ত যাত্রীচাপ, চালকদের অনিয়ন্ত্রিত ভাড়া আদায় রোধে আমরা কাজ করছি। যাত্রীদের কাছ থেকে অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।যাত্রীরা দাবি করছেন, ভাড়া নিয়ন্ত্রণ যানজট নিরসনে প্রশাসনের কঠোর পদক্ষেপ নেয়া উচিত। ঈদযাত্রার এই ভোগান্তি নিরসনে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতা আরও জোরদার করা প্রয়োজন বলে মনে করছেন ভুক্তভোগীরা।যাত্রীদের ভিড়  অতিরিক্ত ভাড়ার কারণে গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চরম ভোগান্তি দেখা দিয়েছে। দ্রুত এই পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনা গেলে যাত্রীদের দুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নারী কর্মী নিয়োগ দেবে মেরী স্টোপস
নারী কর্মী নিয়োগ দেবে মেরী স্টোপস

আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান মেরী স্টোপস বাংলাদেশে ‘মেডিকেল অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২১ এপ্রিল পর্যন্ত আবেদন করতে Read more

ফটিকছড়ির হালদা নদীতে অভিযানে জাল ও বড়শি জব্দ
ফটিকছড়ির হালদা নদীতে অভিযানে জাল ও বড়শি জব্দ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট থেকে সমিতির হাট ইউনিয়ন পর্যন্ত হালদা নদীর একটি গুরুত্বপূর্ণ অংশে উপজেলা মৎস্য অফিসের অভিযানে নদী থেকে Read more

যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য চুক্তি হয়ে গেছে: ডোনাল্ড ট্রাম্প
যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য চুক্তি হয়ে গেছে: ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বহুল প্রতীক্ষিত বাণিজ্যচুক্তি সম্পন্ন হয়ে গেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১২ জুন) এক প্রতিবেদনে Read more

মনিপুরে নতুন করে সহিংসতার নেপথ্যে কী?
মনিপুরে নতুন করে সহিংসতার নেপথ্যে কী?

ভারতের মনিপুর রাজ্য বেশ কয়েকমাস আপাতভাবে শান্ত থাকার পরে এমাসের গোড়া থেকে আবারও অশান্ত হয়ে উঠেছে। গত ১০ দিনে অন্তত Read more

ইসরাইলি গোয়েন্দাপ্রধানকে বরখাস্ত করলেন নেতানিয়াহু
ইসরাইলি গোয়েন্দাপ্রধানকে বরখাস্ত করলেন নেতানিয়াহু

ইসরাইলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধানকে বরখাস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরাইলে হামাসের হামলা প্রতিরোধে ব্যর্থ হওয়ায় তাকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন