লক্ষ্মীপুরের রামগতিতে জাতীয় সমাজতান্ত্রিক দল’র (জেএসডি) ইফতার মাহফিলে অতিথির মঞ্চে বক্তব্য দিতে দেখা গেছে উপজেলা আ.লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেলকে। বৃহস্পতিবার (২৭মার্চ) সন্ধ্যায় আয়োজিত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। অনুষ্ঠানের বক্তব্যে এক পর্যায়ে শরাফ উদ্দিনকে বলতে শোনা যায়, বিএনপি থেকে নমিনেশন দিলে আ স ম আবদুর রবকে বিজয়ী করবেন তিনি। তার এ বক্তব্যে ক্ষুব্ধ উপজেলার বিএনপি নেতাকর্মীরা। তাদের অভিযোগ, আওয়ামীলীগকে পুনর্বাসন করছেন আ স ম আবদুর রব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লক্ষ্মীপুর জেলার যুগ্ম আহবায়ক তাসনিম আলম আদনান বলেন, ছাত্র-জনতার আন্দোলনের সময় ক্যাডার বাহিনী দিয়ে হামলা চালিয়েছেন শরাফ উদ্দিন আজাদ। ৫ ই আগস্ট গণঅভ্যুত্থানের মুখে আমরা উপজেলা পরিষদে তাকে অবরুদ্ধ করলে, কৌশলে সে পালিয়ে যায়৷ এখনো তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের আর্থিকভাবে সহযোগিতা করে পুনর্বাসন করছেন। বিএনপির নেতাকর্মীদের দাবি, ২০১৪ সালের ৫ই জানুয়ারি নৌকার প্রার্থী আবদুল্লাহ আল মামুন, ২০১৮ সালে ৩১ ডিসেম্বর নৌকার প্রার্থী মেজর মান্নান এবং ২০২৪ সালের ৭জানুয়ারি করছে আওয়ামী লীগ সমর্থিত আব্দুল্লাহ আল মামুনের ভোট করেছেন তিনি। জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতাদের সাথে তার একাধিক ছবি এসেছে এ প্রতিবেদকের কাছে। যেখানে জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন এবং রামগতি-কমলনগরের সাবেক সংসদ সদস্য, আওয়ামী লীগ নেতা আবদুল্লাহ আল মামুনের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় তাকে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন জোরপূর্বক শরাফ উদ্দিন আজাদ সোহেলকে উপজেলা আ’লীগের সহ-সভাপতি করারও অভিযোগ উঠেছিল খোদ আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে। এ বিষয়ে বক্তব্য জানতে শরাফ উদ্দিন আজাদের মুঠোফোনে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি তিনি।পিএম
Source: সময়ের কন্ঠস্বর