প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে এবারও সড়ক রেল ও নৌপথে ঢাকা ছাড়ছে মানুষ। তবে ঈদযাত্রায় ভোগান্তির যে চিত্রের সঙ্গে বেশিরভাগ মানুষ পরিচিত এবার তার কিছুটা ব্যতিক্রম দেখা যাচ্ছে। ঈদের সময় ঢাকা থেকে ট্রেন ছাড়তে বিলম্ব হওয়ার সঙ্গে ট্রেনযাত্রীদের কমবেশি পরিচয় থাকলেও এবার ট্রেন বিলম্ব হচ্ছে না। আজ শনিবার (২৯ মার্চ) সকাল থেকে এখন পর্যন্ত কোনো ট্রেনের কমলাপুর স্টেশন ছাড়তে বিলম্ব হয়নি। আবার দিনের বেলায় এই স্টেশন থেকে ট্রেনের ছাদেও উঠতে পারছেন না কেউ। তবে ট্রেনগুলোর প্রতিটি কোচে অতিরিক্ত যাত্রী হয়ে তারা গন্তব্যে রওনা হচ্ছেন। শনিবার (২৯ মার্চ) সকালে কমলাপুর স্টেশন ঘুরে দেখা গেছে ট্রেন ছাড়ার অন্তত এক থেকে দেড় ঘণ্টা আগেই যাত্রীরা স্টেশনে চলে আসছেন।  যাত্রীদের অনেকে মনে করছেন এবারের ঈদ যাত্রা এতটাই নির্বিঘ্ন হচ্ছে, যেটা এর আগে বাংলাদেশে কখনো দেখা যায়নি। এ ছাড়া ট্রেনে যাত্রীসংখ্যা এর আগের চেয়েও অনেক কম। স্টেশন এলাকাতে ভিড়ের সংখ্যাও কম।রংপুর এক্সপ্রেস ট্রেনের যাত্রী মনিরুজ্জামান জানান, ট্রেন ছাড়বে সকাল ৯টা ১০ মিনিটে। আগের অভিজ্ঞতায় সিটে যেতে না পারার শঙ্কায় এক ঘণ্টা আগে স্টেশনে এসেছি। তবে এসে তেমন ভিড় পেলাম না। ট্রেনে ওঠার কিছু সময় পরে সিটগুলো ভর্তি হওয়ার পর কিছু লোক দাঁড়িয়ে যাচ্ছে। তবে সেটি অন্যান্যবারের তুলনায় নগণ্য।এদিকে জামালপুর এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের প্ল্যাটফর্মে অপেক্ষা করতে দেখা গেছে সকাল ৯টা থেকেই। যদিও ট্রেনটি ছাড়ার নির্ধারিত সময় সকাল ১০টা। ট্রেনের যাত্রী রেদোয়ান ইসলাম জানান, এ বছর ঈদ যাত্রা অনেক সুন্দর হচ্ছে। টিকিট কাটতে অনেকটা বেগ পেতে হলেও ট্রেনে কোনো বিলম্ব নেই, এর থেকে ভালো সংবাদ আর হতে পারে না।  ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ব্যবস্থাপক শাহাদাত হোসেন জানান, সকাল ৯টা পর্যন্ত ১০টি আন্তঃনগর ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। কোনো ট্রেনই স্টেশন ছাড়তে বিলম্ব করেনি। সকালের দুই তিনটি ট্রেনে যাত্রীর চাপ অনেক বেশি ছিল। এখন কিছুটা কমে এসেছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গুলি করে অভিনেতাকে হত্যা
গুলি করে অভিনেতাকে হত্যা

পুলিশ এখনো ওই তিন ব্যক্তির কাউকে শনাক্ত করতে পারেনি।

বিশ্বকাপকে বিদায় বললেন বোল্ট
বিশ্বকাপকে বিদায় বললেন বোল্ট

নিউ জিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট টি-টোয়েন্টি বিশ্বকাপকে বিদায় বলেছেন। আজ শনিবার (১৫ জুন, ২০২৪) তিনি জানিয়েছেন ২০২৪ বিশ্বকাপই তার ক্যারিয়ারের Read more

আজ থেকে সব স্কুল-কলেজ খোলা
আজ থেকে সব স্কুল-কলেজ খোলা

সারাদেশে সব শিক্ষাপ্রতিষ্ঠান আজ রোববার (৫ মে) খুলছে। তীব্র তাপপ্রবাহের কারণে বিভিন্ন জেলায় বন্ধ থাকলেও তাপমাত্রা স্বাভাবিক হওয়ায় আজ থেকে Read more

উপদেষ্টাদের প্রথম অনানুষ্ঠানিক বৈঠকে যেসব সিদ্ধান্ত হলো
উপদেষ্টাদের প্রথম অনানুষ্ঠানিক বৈঠকে যেসব সিদ্ধান্ত হলো

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বৈঠকে বেশকিছু সিদ্ধান্ত নিয়েছেন উপদেষ্টারা।

শ্রীনিবাসের জায়গায় মহসিন
শ্রীনিবাসের জায়গায় মহসিন

২০১৮ সালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সঙ্গে যুক্ত হয়েছিলেন শ্রীনিবাস চন্দ্রশেখরন। ছিলেন পারফরম্যান্স অ্যানালিস্টের দায়িত্বে।

হতাশার পর আশা দেখালেন তাসকিন
হতাশার পর আশা দেখালেন তাসকিন

লম্বা পথ পাড়ি দিয়ে শুক্রবার সকালে দেশের মটিতে পা রেখেছে বাংলাদেশ ক্রিকেট দল। চোখে মুখে ভ্রমণক্লান্তি ছিল স্পষ্ট। সঙ্গে প্রাপ্তির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন