জুলাই বিপ্লবে লক্ষ্মীপুর জেলায় শহীদ পরিবার ও আহতদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (২৯ মার্চ) বিকালে জেলা শহরের সোনার বাংলা চাইনিজ সেন্টারে এ আয়োজন করা হয়। জাতীয় নাগরিক পার্টির লক্ষ্মীপুর জেলা শাখার প্রতিনিধি আব্দুল হামিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ন-আহ্বায়ক মাহাবুবুল আলম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক হামজা মাহবুব, কেন্দ্রীয় যুগ্ন-মূখ্য সংগঠক সাদ্দাম হোসেন, সদস্য ইব্রাহিম নাফিদ, লক্ষ্মীপুর জেলার প্রতিনিধি আলমগীর হোসাইন, ঢাকা মহানগর উত্তরের সংগঠক মো. তারেক মনোয়ার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লক্ষ্মীপুর জেলার আহবায়ক মো. আরমান হোসেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সেক্রেটারি মাও. জহির উদ্দিন, হেফাজত ইসলাম বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার প্রচার সম্পাদক মাও. মঞ্জুরুরুল হাসান নাদিম প্রমুখ।এ সময় বক্তারা বলেন, বাংলাদেশকে আর কোন ফ্যাসিবাদের হাতে ছেড়ে দেওয়া হবে না। তৃণমূল থেকে রাষ্টপতি ভবন পর্যন্ত সংস্কারের প্রয়োজন রয়েছে। প্রয়োজনীয় সংস্কার করে দ্রুততম সময়ের মধ্যে আগামী নির্বাচন দিতে হবে। এসময় শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেন জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলে, আশীর্বাদ বিরোধী জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য, আহত ছাত্র জনতা ও তাদের পরিবারের সদস্যবৃন্দ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ। জাতীয় নাগরিক পার্টি লক্ষ্মীপুর জেলার বিভিন্ন ইউনিটের কয়েক শতাধিক নেতাকর্মী।পিএম
Source: সময়ের কন্ঠস্বর