চট্টগ্রামের পটিয়ায় নিজের বাড়ির সেপটিক ট্যাংক থেকে নুরুল হক (৫০) নামে এক গৃহকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ মার্চ) উপজেলার হাঈদগাঁও ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কোরবান আলীর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত নুরুল হক ওই বাড়ির বাসিন্দা। তিনি পেশায় একজন স্ক্র্যাপ ব্যবসায়ী ছিলেন। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হলেও এখনো পর্যন্ত এ হত্যাকাণ্ডের কোন ক্লু উদ্ধার করতে পারেনি পুলিশ। পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৪দিন পূর্বে নুরুল হক নিখোঁজ হয়। গত দুইদিন ধরে তাদের সেপটিক ট্যাংক থেকে দুর্গন্ধ বের হতে থাকলে আজ শুক্রবার পরিবারের সদস্যরা সেপটিক ট্যাংকের ডাকনা উল্টাতেই দৃশ্যমান হয় লাশের। পরে লাশটি দুপুরে পুলিশ গিয়ে উদ্ধার করে নুরুল হকের বলে শনাক্ত করা হয়।প্রতিবেশীরা জানান, দুই মাস আগেও বাবলু তার বাবা-মাকে মারধর করেছিল, যা নিয়ে ইউনিয়ন পরিষদে বিচার হয়েছিল। এ বিষয়ে পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার ক্লু উদ্ধারে কাজ চলছে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাত্রের বেতন বছরে ২৫ লাখ না হলে বিয়েই করবেন না পাত্রী
পাত্রের বেতন বছরে ২৫ লাখ না হলে বিয়েই করবেন না পাত্রী

তাকে বিয়ে করতে হলে বছরে মাত্র ২৫ লাখ টাকা আয় করতে হবে।

বিমানবন্দরে চালকবিহীন গাড়ি যেসব কাজ করে
বিমানবন্দরে চালকবিহীন গাড়ি যেসব কাজ করে

জাপানের ব্যস্ততম বিমানবন্দন হানেদায় মালামাল পরিবহনের জন্য ব্যবহার করা হচ্ছে চালকবিহীন টয়োটা গাড়ি। ভালোভাবেই  কাজ করে যাচ্ছে গাড়িটি। 

শারীরিক-মানসিক দুর্বলতাকে দায়ী করছেন হ্যারি কেন
শারীরিক-মানসিক দুর্বলতাকে দায়ী করছেন হ্যারি কেন

ফাইনালের মঞ্চে হ্যারি কেন ছিলেন ছায়া হয়ে।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন