চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট) আসনে বিএনপির মনোনয়ন চান জেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমেদ। শুক্রবার (২৮ মার্চ) রহনপুর স্টেশন বাজারের একটি রেস্তোরাঁয় তিন উপজেলার সাংবাদিকদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এ ইচ্ছে প্রকাশ করেন।জেলা যুবদলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য এ নেতা তার বক্তব্যে বলেন, ১৯৮৩ সালে তিনি ছাত্রদলের নেতা হিসেবে তার রাজনৈতিক জীবন শুরু করেন। রাজনৈতিক পরিক্রমায় তিনি যুবদলের নেতৃত্বের পর জেলা বিএনপির গুরুত্বপূর্ণ পদে ছিলেন। তিনি আরও জানান, গত কয়েকটি জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির অন্যতম মনোনয়ন প্রত্যাশী হিসেবে দলীয় মনোনয়ন ফরম উত্তোলন ও জমা দেন।আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি নীরবে কাজ করে যাচ্ছেন। আগামী সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে দলীয় নেতাকর্মীসহ উপস্থিত সাংবাদিকদের সহায়তা কামনা করেন। এ সময় তার ছোট ছেলে ছাত্রদল নেতা হাবিবুল বাশার নাফিসসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পিএম
Source: সময়ের কন্ঠস্বর