রাজশাহীর তানোর উপজেলার চান্দুড়িয়া ইউনিয়নে বিএনপির দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় উভয় পক্ষের ৯ জন আহত হন এবং গুরুতর অবস্থায় ৪ জনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) রাতে রাতৈল বাজারে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের কারণ নিয়ে দুটি পক্ষ ভিন্ন ভিন্ন দাবি তুললেও স্থানীয়ভাবে এটি ইফতার মাহফিল ও চাঁদা আদায়কে কেন্দ্র করেই সংঘর্ষ বলে ধারণা করা হচ্ছে।ইউপি বিএনপির সভাপতি আজাদ ও তার সমর্থকরা দাবি করেন, ইফতার আয়োজনের জন্য অপর গ্রুপের নেতা মফিজ উদ্দিনের পক্ষ থেকে মুদি ব্যবসায়ী দুরুলের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। দুরুল টাকা দিতে অস্বীকার করলে তার দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এ ঘটনায় বাধা দিলে সংঘর্ষ বাঁধে।অন্যদিকে, সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিনের দাবি, সংঘর্ষের মূল কারণ জমিতে সেচ দেওয়া নিয়ে বিরোধ। বৃহস্পতিবার দুপুরে আজাদ গ্রুপের রনি ও রাব্বানীর সঙ্গে এ নিয়ে কথা কাটাকাটি হয়, যা সন্ধ্যায় বড় সংঘর্ষে রূপ নেয়।স্থানীয় বিএনপি দুটি ভাগে বিভক্ত হয়ে পড়েছে। এক পক্ষের নেতৃত্বে রয়েছেন ইউপি সভাপতি আজাদ ও সম্পাদক সাজ্জাদ হোসেন, আর অন্য পক্ষের নেতৃত্বে রয়েছেন মফিজ উদ্দিন ও তার ছেলে যুবদল নেতা রিমন।এদিকে, ইফতার মাহফিলে পৌর যুবলীগ নেতা মিজাজুর রহমান রনির উপস্থিতি নতুন বিতর্ক সৃষ্টি করেছে। গুঞ্জন ওঠে, তিনি টাকার বিনিময়ে বিএনপির ইফতারে যোগ দিয়েছেন। তবে রনি দাবি করেন, সাবেক ছাত্রদল সভাপতি মালেক তাকে সেখানে নিয়ে গিয়েছিলেন, তবে তিনি বিএনপিতে যোগ দেননি।সংঘর্ষের ঘটনায় থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। তবে ইউপি বিএনপির সভাপতি আজাদ জানিয়েছেন, শুক্রবার থানায় এজাহার দাখিল করা হবে।এটি চলতি মাসে তানোরে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের দ্বিতীয় সংঘর্ষ। এর আগে ১১ মার্চ পাঁচন্দর ইউনিয়নে বিএনপির ইফতার মাহফিলকে কেন্দ্র করে সংঘর্ষে একজন কর্মী আহত হন এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যান।তানোরের রাজনীতিতে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব নতুন কিছু নয়, তবে ইফতার মাহফিলের মতো ধর্মীয় অনুষ্ঠানের সঙ্গে চাঁদাবাজি, সহিংসতা ও রাজনৈতিক কোন্দল জড়িয়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে।বিশ্লেষকদের মতে, এ ধরনের সংঘর্ষ দলীয় ঐক্যকে আরও দুর্বল করে দিচ্ছে এবং বিএনপির স্থানীয় নেতৃত্বের বিভাজন আরও প্রকট হয়ে উঠছে। একদিকে অভ্যন্তরীণ দ্বন্দ্ব, অন্যদিকে দলীয় শৃঙ্খলার অভাব—এসবই তানোরের বিএনপিকে রাজনৈতিকভাবে আরও দুর্বল করে তুলছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘রাষ্ট্র যাতে ওকে বীরের মর্যাদা প্রদান করে, খুনিদের বিচার করে’
‘রাষ্ট্র যাতে ওকে বীরের মর্যাদা প্রদান করে, খুনিদের বিচার করে’

ইরেশ যাকের ফেসবুকে লিখেছেন, ‘আমাদের কন্যা মেহার বয়স পাঁচ। মেহাও তো দুপুরে ছাদে খেলতে যেতে পারত।

ক্রীড়াক্ষেত্রের জন্য ২ হাজার ২১১ কোটি ৯৫ লাখ টাকার বাজেট প্রস্তাব
ক্রীড়াক্ষেত্রের জন্য ২ হাজার ২১১ কোটি ৯৫ লাখ টাকার বাজেট প্রস্তাব

২০২৪-২৫ অর্থবছরের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পরিচালন ও উন্নয়ন ব্যয় মিলিয়ে সর্বমোট ২ হাজার ২১১ কোটি ৯৫ লাখ টাকার Read more

বার্সা ছেড়ে ম্যানইউতে যাচ্ছেন ডি ইয়ং
বার্সা ছেড়ে ম্যানইউতে যাচ্ছেন ডি ইয়ং

বার্সেলোনার ডাচ তারকা ফ্রাঙ্কি ডি ইয়ংকে অনেক আগ থেকেই দলে ভেড়ানোর চেষ্টা করে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন