পার্বত্য বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে অবৈধভাবে মেশিন বসিয়ে লক্ষ লক্ষ ফুট বালু উত্তোলন করছে প্রভাবশালী একটি চক্র। বালু খেকোদের দখলে কৃষকের জমি। সরকারি ইজারা ছাড়াই বালুখেকোরা প্রকৃতি ও পরিবেশের ক্ষতি করে চালাচ্ছে বালু তোলার মহোৎসব। অবৈধভাবে মেশিন দিয়ে বালু উত্তোলনে মহোৎসবে ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ড ফকিরাখোলার বাসিন্দা ফজরআলী,সাইয়েদ আলী ও অজুফা খাতুন এর বিরুদ্ধে অভিযোগ উঠেছে।আব্দুল মোবারক বলেন, আমার পিতা আব্দু রহিমের নামে ফাঁসিয়াখালীর ফকিরাখোলা এলাকায় এক একর খতিয়ানের জায়গায় আমি দীর্ঘদিন যাতব চাষাবাদ করে আসছি। কিন্তু ফজরআলী,সাইয়েদ আলী ও অজুফা খাতুন আমার বাবার নামে খতিয়ানের জায়গা জোর পূর্বক দখল করে বালু উত্তোলন করতেছে। এতে আমার ফসলী জমিতে আমি চাষ করতে পারতেছিনা। এবং তারা আমাকে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে। আমার জায়গার উপর বালুর স্তূপ করেছে। বালু উত্তোলনের ফলে অনেক জমি ভেঙ্গে গেছে। এতে আমি প্রশাসনের সুদৃষ্টি আকর্ষণ করছি। তাঁরা যেন এসে আমার জায়গাটা নির্ধারণ পূর্বক পরিমাপ করে আমাকে বুঝিয়ে দেয়।এবিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করতে চাইলে তাদের ফোনে সংযোগ পাওয়া যায়নি। এনআই
Source: সময়ের কন্ঠস্বর