নাটোর সদর হাসপাতালের সামনে কান্দিভিটুয়া এলাকার তালাবঘাট পুকুর থেকে ৪টি শর্টগানসহ ৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ মার্চ) বিকেলে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রগুলো হলো: চারটি শর্টগান, ১টি দোনালা বন্দুক ও ১টি ইয়ারগান।নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমিন নেলী বলেন, সকালে পুকুরে দুজন ছেলে বরশি দিয়ে মাছ ধরছিলেন। হঠাৎ বরশিটি পানির নিচে আটকে গেলে তারা বরশি ছুটাতে পানিতে নামেন। এসময় তারা দেখেন একটি কম্বলে আটকে গেছে। পরে কম্বলটি খুলে দেখা যায় একটি ইয়ারগান ও এক দোনালা বন্দুক। এরপর বিষয়টি সদর থানা পুলিশকে জানালে আমরা এসে আলামতগুলো দেখি। পরে নাটোর ফায়ার সার্ভিসের মাধ্যমে ডুবুরি দল এনে পুরো পুকুর খুঁজতে গিয়ে আরও চারটি শর্টগান পাওয়া যায়।তিনি আরও বলেন, শনিবার (২৯ মার্চ) থেকে পুরো পুকুরের পানি সেচ দিয়ে নতুনভাবে পুকুর থেকে অস্ত্র উদ্ধার অভিযান শুরু হবে।এনআই
Source: সময়ের কন্ঠস্বর