টাঙ্গাইলের মির্জাপুরে গরু চুরি করতে গিয়ে এলাকাবাসীর গণপিটুনিতে মনির মোল্লা ওরফে আবুল মোল্লা (৪০) নামের এক গরু চোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবারগত রাত ২টার দিকে উপজেলার বাইমাইল এলাকায় এ ঘটনা ঘটে।নিহত আবুল মোল্লা পাবনা জেলার সুজানগর উপজেলার রায়পুর মাছপাড়া গ্রামের মৃত খবির উদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার গোড়াই ইউনিয়নের বাইমাইল গ্রামের দেওয়ান সাহাবুদ্দিনের বাড়ির গোয়ালে ৪/৫ জন চোর চক্র গরু চুরি করতে গোয়াল ঘরের টিন কাটতে থাকে। এসময় সাহাবুদ্দিন চোরদের উপস্থিতি টের পেয়ে আশপাশের লোকজনদের খবর দেয়। পরে এলাকাবাসী চোর চক্রের সদস্যদের ধাওয়া করলে ৪ সদস্য পালিয়ে যায়। কিন্তু নিহত মনির মোল্লা দৌড়ে পালানোর সময় ক্ষেতের আইলে পড়ে যায়। এসময় গ্রামবাসী তাকে গণপিটুনি দিতে থাকে এক পর্যায়ে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেন।এ ব্যাপারে মির্জাপুর থানার ওসি মো. মোশারফ হোসেন জানান, সংবাদ পেয়ে নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল পাঠানো হয়েছে। নিহতের বিরুদ্ধে অস্ত্র, চুরি, ছিনতাই, ডাকাতিসহ ১৪টি মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুলিশ কর্মকর্তার বাবা-মা খুন, ‘ক্লু’ উদঘাটনে চলছে তদন্ত
পুলিশ কর্মকর্তার বাবা-মা খুন, ‘ক্লু’ উদঘাটনে চলছে তদন্ত

ঈদুল আজহার ছুটি তখনো শেষ হয়নি। ঢাকা অনেকটাই ফাঁকা।

ডেসটিনির পরিচালনা বোর্ডের নতুন চেয়ারম্যান ব্যারিস্টার প্রশান্ত
ডেসটিনির পরিচালনা বোর্ডের নতুন চেয়ারম্যান ব্যারিস্টার প্রশান্ত

বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর হাইকোর্টের একক কোম্পানি বেঞ্চ তাকে চেয়ারম্যান হিসেবে অনুমোদন দিয়ে আদেশ দিয়েছেন।

নির্বাচনী আচরণবিধি ভঙ্গ, পাবনা জেলা ছাত্রলীগ সভাপতি কারাগারে
নির্বাচনী আচরণবিধি ভঙ্গ, পাবনা জেলা ছাত্রলীগ সভাপতি কারাগারে

জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গের অভিযোগে করা মামলায় পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজকে (২৫) কারাগারে পাঠিয়েছেন আদালত।

নিপুণকে আমিই এনেছিলাম চলচ্চিত্রে: ডিপজল
নিপুণকে আমিই এনেছিলাম চলচ্চিত্রে: ডিপজল

সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডিপজল।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন