উত্তরবঙ্গবাসীর ঈদ যাত্রায় গণপরিবহনের চাপ বাড়লেও নেই ভোগান্তি। এতে নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারছেন ঘরমুখো মানুষজন। এতে পিছিয়ে নেই মোটরসাইকেল আরোহীরাও।সরেজমিনে গিয়ে দেখা যায়, ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ধীরে ধীরে বাড়ছে যানবাহনের চাপ। তবে যাত্রীবাহি বাসের তুলনায়, ব্যক্তিগত গাড়ি এবং মোটরসাইকেলই বেশি। যমুনা সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত২৪ ঘন্টায় ৬ হাজার ১৯৫টি মোটরসাইকেল পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ লাখ ৯ হাজার ৭৫০ টাকা।সংশ্লিষ্টরা বলেন, মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। তবে স্বাভাবিক গতিতেই যানবাহন চলাচল করছে। যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, গত ২৪ ঘণ্টায় এই সেতু দিয়ে ৩৫ হাজার ২২৭টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৬৫ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা।বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বলেন, ঈদযাত্রায় যমুনা সেতুর দুই পাশে ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এছাড়া দুইপাশেই মোটরসাইকলের জন্য আলাদা ২টি করে বুথ রয়েছে। এতে নির্বিঘ্নে মানুষ যাতায়াত করতে পারছে ঘরমুখো মানুষ।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৬৫ শতাংশ
মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৬৫ শতাংশ

চলতি বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে (এপ্রিল থেকে জুন) মন্ত্রিসভায় নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৬৫ শতাংশ।

‘৩০ সেকেন্ডের মধ্যে উধাও হয়ে যায় রাইসিকে বহনকারী হেলিকপ্টার’
‘৩০ সেকেন্ডের মধ্যে উধাও হয়ে যায় রাইসিকে বহনকারী হেলিকপ্টার’

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার দুর্ঘটনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন বহরে থাকা ইরানি একজন কর্মকর্তা।

ডেঙ্গু হলে করণীয়
ডেঙ্গু হলে করণীয়

ডেঙ্গু জ্বর নিয়ে সবার মধ্যে আতঙ্ক থাকলেও অনেকেই জানেন না, জ্বর শুরু হওয়ার ঠিক কতদিন পর কোন কোন টেস্ট করা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন