সাতক্ষীরায় পরিবহণ-মাহেন্দ্রের মুখোমুখী সংঘর্ষে যোতিন্দ্র মুখার্জী নামে একজন নিহত হয়েছে। ওই ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছেন যোতিন্দ্র মুখার্জির ভাই মহেন্দ্র মুখার্জিসহ দুই জন।আজ শুক্রবার(২৮ মার্চ) সকাল ১০টার দিকে সাতক্ষীরা সদরের বিনেরপোতা এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত যতীন্দ্র মুখার্জী(৪৫) সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার সায়াটি গ্রামের শৈলেন্দ্রনাথ মুখার্জির ছেলে।আহতরা হলেন, যতীন্দ্র মুখার্জীর ভাই মহেন্দ্র মুখার্জী (৫০) এবং তালা উপজেলার শ্রীমন্তকাটি গ্রামের সুকুমার বিশ্বাসের ছেলে সুশান্ত কুমার বিশ্বাস (২৫)সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন মহেন্দ্র মুখার্জি বলেন, আজ সকালে বোনের বাড়িতে যাওয়ার জন্য আমরা দুই ভাই সাতক্ষীরা শহর থেকে মাহেন্দ্রে উঠি। বিনেরপোতা এলাকায় পৌঁছাতে না পৌঁছাতেই বিপরীত দিক থেকে আসে একটি পরিবহন আমাদের মাহেন্দ্রে ধাক্কা দেয়। এতে আমার ভাই নিহত হয়েছেন এবং আমিসহ আরও দুজন আহত হয়েছি।সাতক্ষীরার থানার ওসি সামিনুল ইসলাম বলেন, বিষয়টি শোনামাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Source: সময়ের কন্ঠস্বর