ইতোমধ্যে শুরু হয়ে গেছে ঈদযাত্রা। ঘরমুখী মানুষ ও যানবাহনের চাপ বেড়েছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে। আজ শুক্রবার  সকাল থেকে এই মহাসড়কের গুরুত্বপূর্ণ বাসস্ট্যান্ডগুলোতে যাত্রীদের ভিড় দেখা গেছে। কিছু কিছু পয়েন্টে রয়েছে যানবাহনের ধীরগতি। ঘুরে দেখা গেছে, মহাসড়কের চন্দ্রা, ভোগড়া বাইপাস মোড়সহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন রয়েছে। যাত্রীর তুলনায় যানবাহন কম থাকায় অনেককে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। যাদের আগে ছুটি হয়েছে, তাঁরা গতকাল বৃহস্পতিবার রাত থেকেই গ্রামের বাড়ির পথে ছুটতে শুরু করেছেন। আজ শুক্রবার (২৮ মার্চ) সকাল থেকে সেই চাপ আরও বেড়েছে। এতে ঢাকা-গাজীপুরের চন্দ্রা ও নবীনগর-চন্দ্রা সড়কে যানবাহনের ধীরগতি লক্ষ্য করা গেছে।যাত্রীদের অভিযোগ, যত্রতত্র মালামাল ফেলে রাখা, যেখানে সেখানে পার্কিং, অব্যবস্থাপনার কারণে যান চলাচলে সমস্যা হচ্ছে। বিশেষ করে অটোরিকশা উল্টো পথে চালানোর কারণে যানজটের সৃষ্টি হচ্ছে।এদিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড়ে যাত্রী ওঠানামার কারণে সকাল থেকেই যানবাহনের ব্যাপক চাপ ছিল। হাইওয়ে পুলিশ জানিয়েছে, চন্দ্রা ত্রিমোড়ে যাত্রীবাহী বাসগুলো ইচ্ছেমতো থামিয়ে যাত্রী ওঠানোর কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এতে পেছনের গাড়িগুলো স্বাভাবিক গতিতে চলতে পারছে না।পরিবহনমালিক ও শিল্পকারখানা সূত্রে জানা গেছে, কিছু কারখানায় এরই মধ্যে ঈদের ছুটি হয়ে গেছে। আগামীকাল থেকে পর্যায়ক্রমে সব শিল্পকারখানায় ছুটি শুরু হবে। ফলে আগামীকাল থেকেই দুই মহাসড়কে যাত্রীদের চাপ কয়েক গুণ বেড়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার পোশাক কারখানার শ্রমিক লেবুমিয়া বলেন, আমাদের কারখানার ছুটি হবে আরও একদিন পর। তখন বাসে প্রচণ্ড ভিড় হবে। তাই স্ত্রী ও দুই সন্তানকে আগেভাগে গ্রামের বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। এখনই বাস পেতে সমস্যা হচ্ছে। ভাড়াও আগের চেয়ে বেশি নিচ্ছে।নাওজোর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রইছ উদ্দিন বলেন, যানজট প্রতিরোধে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আজ কিছুটা যাত্রীর চাপ বেড়েছে। আগামীকাল বিকেল থেকে যাত্রীর চাপ আরও বাড়বে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশ, থানা-পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্বপালন করছেন।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আবারও শ্রেণি কার্যক্রম বর্জনের ঘোষণা কুবি শিক্ষক সমিতির
আবারও শ্রেণি কার্যক্রম বর্জনের ঘোষণা কুবি শিক্ষক সমিতির

সাত দফা দাবি না মানায় তৃতীয় বারের মতো সেমিস্টার পরীক্ষা ব্যতীত সব ধরনের শ্রেণি কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় Read more

সাত রাউন্ড শেষেও যৌথভাবে শীর্ষে নোশিন-আলো
সাত রাউন্ড শেষেও যৌথভাবে শীর্ষে নোশিন-আলো

আজ রোববার (২৫ মে, ২০২৪) বিকেল থেকে বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়াকক্ষে এই প্রতিযোগিতার সপ্তম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়।

মা’কে বাঁচাতে চান হাবিপ্রবি শিক্ষার্থী
মা’কে বাঁচাতে চান হাবিপ্রবি শিক্ষার্থী

এ জগতে আমাদের একমাত্র অতি আপনজন আমাদের মা। কিন্তু সেই মা যদি দুনিয়াতে না থাকে, তার চেয়ে কষ্টের আর কিছুই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন