চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ফিরে এসেছেন ডোনাল্ড ট্রাম্প। এর সঙ্গে বিশ্বে যেন আবারও ফিরে এসেছে বাণিজ্যযুদ্ধ। তিনি কানাডার সব পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন।এরপর যুক্তরাষ্ট্রে গাড়ি আমদানিতেও ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি। এতে অন্যান্য দেশের মতো ক্ষতির মুখে পড়বে কানাডাও। এমন অবস্থায় যুক্তরাষ্ট্রের সঙ্গে পুরোনো সম্পর্ক ‘শেষ’ বলে মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।শুক্রবার (২৮ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, “আমাদের অর্থনীতির গভীরতর সংহতকরণ এবং কঠোর নিরাপত্তা ও সামরিক সহযোগিতার ওপর ভিত্তি করে যুক্তরাষ্ট্রের সাথে থাকা কানাডার পুরোনো সম্পর্ক শেষ হয়ে গেছে”।মন্ত্রিসভার বৈঠকের পর অটোয়াতে সাংবাদিকদের সাথে কথা বলার সময় কার্নি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের মুখে কানাডিয়ানদের “আমাদের অর্থনীতিকে মৌলিকভাবে পুনরায় পরিকল্পনা” করতে হবে।তিনি বলেন, কানাডা প্রতিশোধমূলক শুল্ক আরোপের মাধ্যমে ট্রাম্পের শুল্কারোপের প্রতিক্রিয়া জানাবে যার “সর্বোচ্চ প্রভাব” পড়বে যুক্তরাষ্ট্রের উপর।এর আগে ট্রাম্প গত বুধবার ঘোষণা করেছেন, তিনি যুক্তরাষ্ট্রে আমদানি করা যানবাহন এবং যানবাহনের যন্ত্রাংশের ওপর ২৫ শতাংশ কর আরোপ করবেন। এমনকি “এটিকে স্থায়ী পদক্ষেপ” বলেও মন্তব্য করেছেন তিনি।এদিকে লিবারেল পার্টির নেতা কার্নি ১৯৬৫ সালে স্বাক্ষরিত কানাডা-মার্কিন অটোমোটিভ পণ্য চুক্তিকে তার জীবদ্দশায় সবচেয়ে গুরুত্বপূর্ণ চুক্তি বলে অভিহিত করেছেন। তিনি ফরাসি ভাষায় বলেন, “এই শুল্কের মাধ্যমে সেই চুক্তি শেষ।”তিনি বলেন, কানাডাকে এমন একটি অর্থনীতি গড়ে তুলতে হবে যা কানাডিয়ানরা নিয়ন্ত্রণ করতে পারে এবং এর মধ্যে অন্যান্য অংশীদারদের সাথে তার বাণিজ্য সম্পর্ক পুনর্বিবেচনা করাও অন্তর্ভুক্ত থাকবে।তিনি আরও বলেন, কানাডিয়ানরা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সাথে শক্তিশালী বাণিজ্য সম্পর্ক রাখতে পারে কিনা তা দেখার বিষয়।এবি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানের প্রেসিডেন্ট এব্রাহিম রাইসির মৃত্যুতে ইসরায়েলের প্রতিক্রিয়া
ইরানের প্রেসিডেন্ট এব্রাহিম রাইসির মৃত্যুতে ইসরায়েলের প্রতিক্রিয়া

ইরানের রাষ্ট্রপতি এব্রাহিম রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবর ছড়িয়ে পড়ার ঠিক পরপরই রোববার ইসরায়েলের সামাজিক যোগাযোগ মাধ্যমে নানারকম প্রতিক্রিয়া আসতে Read more

মৌমাছির যে সাতটি চমকপ্রদ বৈশিষ্ট্য আপনাকে অবাক করবে
মৌমাছির যে সাতটি চমকপ্রদ বৈশিষ্ট্য আপনাকে অবাক করবে

মৌমাছি যেভাবে নিয়ম মেনে দলবদ্ধ হয়ে কাজ করে তা অবাক করার মতো। একটি কারখানায় যেমন শ্রমিকদের আলাদা আলাদা দায়িত্ব থাকে। Read more

বৈশাখী মেলাতে “নবাবের দরবারে কপিলা”
বৈশাখী মেলাতে “নবাবের দরবারে কপিলা”

কপিলার সঙ্গে কুবেরের সম্পর্ক প্রশ্নবিদ্ধ, মার্ক্সবাদী লেখক মানিক বন্দ্যোপাধ্যায় কুবের-কপিলার চরিত্র এমনভাবে তুলে ধরেছেন, দোষারোপ দূরের কথা, বরং তা অনিবার্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন