নেত্রকোনায় স্ত্রী ও শশুর বাড়ির লোকজনের প্রতারণায় শিকার হয়ে নিঃস্ব শফিকুল ইসলাম নামের প্রবাস ফেরত ব্যক্তি। সারা জীবনে প্রবাস থেকে আয়কৃত অর্থ ফেরতের দাবিতে বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে জেলা শহরের কুরপাড় এলাকা একটি ব্যক্তিগত চেম্বারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।শফিকুল ইসলাম পৌর শহরের সাতপাই বিলপাড়া এলাকার বাসিন্দা। তিনি প্রতিবেশী ডেইজি আক্তার কে বিয়ে করেন।এসময় লিখিত বক্তব্যে তিনি বলেন, দীর্ঘ ১৯ বছর সৌদি আরব ও ওমানে প্রবাসে থেকে কাজ করেন। প্রবাসে থাকাবস্থায় ছুটিতে এসে পারিবারিক সিদ্ধান্তে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার চারুলিয়া এলাকার হেলাল উদ্দিনের মেয়েকে বিয়ে করেন। দীর্ঘ দিন কলমান থাকা অবস্থায় আমার চাকুরি ও উপার্জনের টাকা ব্যাংকসহ বিভিন্ন উপায়ে বাংলাদেশে স্ত্রীর নিকট, তার বড় ভাই বিপ্লব আহম্মদ ও শ্বাশুড়ী মাজেদা আক্তারের নিকট প্রেরণ করি। তারা আমাকে দেশে জায়গা কিনে দিবে ও টাকা দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান করেদিবে বলে জানায়। আমি সরল বিশ্বাসে আমার স্ত্রী, তার ভাই, মা ও অন্যান্য আত্মীয়-স্বজনকে টাকা দেই। কিন্তু তারা আমার টাকা দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করলেও মূল মালিকানা থেকে আমাকে বঞ্চিত করে। এসব অন্যায়ের বিচারের জন্য পুলিশ, সেনাবাহিনী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের স্বরণাপন্ন হই, কিন্তু কি এক অদৃশ্য কারণে সবাই সত্য বলতে চুপ হয়ে যায়। গত ২০২৫ সালের ১ জানুয়ারী স্ত্রী ও তার পরিবারের কাছে টাকা ও ব্যবসা বাণিজ্যের হিসাব নিকাশ চাইতে গেলে তারা আমাকে মারধর করে। পুনরায় টাকার হিসাব চাইলে তারা আমাকে প্রাণে মারার হুমকি দেয়।তিনি আরও বলেন, আমার একটি নয় বৎসরের মেয়ে আছে। আমি বিদেশে থাকার সময় আমার স্ত্রী ডেইজি আক্তার বিভিন্ন লোকের সাথে পরকিয়ায় লিপ্ত হয়। অনেক ছেলেদের সাথে প্রেমের সম্পর্ক তৈরী করে প্রতারণার ফাঁদে ফেলে। এমন অনেক তথ্য উপাত্ত আমার কাছে রয়েছে। যা তার পূর্বের প্রেমিকগণ আমাকে দিয়েছে। আমার স্ত্রীর এসব কু-কর্মের কথা জানতে চাইলে তার পরিবারের লোকজনকে নিয়ে আমাকে মেরে ফেলা সহ তালাকের হুমকি প্রদান করে। আমি নিজের নিরাপত্তা ও টাকা উদ্ধার করার জন্য আদালতের মাধ্যমে বিচারের আশায় মামলা দায়ের করি।মামলার পর থেকে স্ত্রীর হুমকিতে আমি ভীত। সে খারাপ প্রকৃতির মানুষ। সে বিভিন্ন লোক দিয়ে আমাকে হুমকি দেয়। সম্প্রতি আমার ঘরে থাকা আসবাবপত্র, স্বর্ণালঙ্কার সহ টাকা পয়সা তার পরিবারের লোক দিয়ে লুট করে নিয়ে যায়।আমি একজন প্রবাসি হওয়ায় আমি এখানে আইনি সহযোগিতা পাচ্ছি না। আমার আপনাদের কাছে জোর দাবী আমার টাকা ও ঘরের লুট হওয়া মালামাল উদ্ধার করার জন্য আপনাদের মাধ্যমে পুলিশের সাহায্য কামনা করছি। এছাড়া কোর্টে মামলা করার পরও পুলিশ আমাকে সহযোগিতা করছে না। আমি আদালতে মামলা করার পর থেকে স্ত্রী ও তার লোকজন মামলা তুলে নেওয়ার জন্য নানা ভাবে হুমকি, নারী নির্যাতন, পর্ণগ্রাফি ও যৌতুকের মামলা করার হুমকি দিচ্ছে। আমার বাসা দখল করার হুমকি দিচ্ছে। আপনাদের মাধ্যমে দেশের আইন-শৃঙ্খলা ও আদালতের সর্বোচ্চ মহলের কাছে বিচার দাবি করছি। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দুর্নীতির দায় নিয়ে পদত্যাগ করলেন সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ
দুর্নীতির দায় নিয়ে পদত্যাগ করলেন সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ

শিক্ষার্থীদের তোপের মুখে নিজের করা সব দুর্নীতির দায় স্বীকার করে পদত্যাগ করলেন সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহসীন কবির।

বগুড়ায় ব‌্যাংকের সিন্দুক থে‌কে ২৯ লাখ টাকা চু‌রি
বগুড়ায় ব‌্যাংকের সিন্দুক থে‌কে ২৯ লাখ টাকা চু‌রি

বগুড়ায় আইএফআইসি ব‌্যাংকের বিমান মোড় উপশাখা‌র সিন্দুক থে‌কে ২৯ লাখ টাকা চু‌রি হয়ে গে‌ছে।

হাজারও সন্তানের বাবা, যিনি নিজেই জানেন না সন্তানের সংখ্যা কত!
হাজারও সন্তানের বাবা, যিনি নিজেই জানেন না সন্তানের সংখ্যা কত!

জোনাথন জ্যাকব মায়ার শুক্রাণু ব্যবহার করে সন্তান ধারণ করা নারীদের নিয়ে করা তথ্যচিত্রটি গত তেসরা জুলাই নেটফ্লিক্সে মুক্তি পায়। নিজেকে Read more

উপকূলে অনবরত বৃষ্টি, বন্দরে সতর্কতা বহাল
উপকূলে অনবরত বৃষ্টি, বন্দরে সতর্কতা বহাল

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে পটুয়াখালীতে গত ১০ দিন ধরে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারী বৃষ্টিপাত হচ্ছে। এছাড়াও গত ৩ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন