নাড়ির টানে বাড়ি ফিরছে উত্তরবঙ্গের ২২টি জেলার মানুষ৷ এর ফলে ঈদ যাত্রায় রাতের সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে চন্দ্রা-নবীনগর মহাসড়কের যানজট। ইতোমধ্যে এ সড়কে গাড়ির তীব্র চাপে যানজট ১৫ কিলোমিটার ছাড়িয়ে গেছে।বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেল থেকে কাশিমপুর,সাভার-আশুলিয়ার শিল্প এলাকার সব কারখানা ছুটি হয়ে যাওয়ায় এসব কারখানার শ্রমিক ও তাদের পরিবারের লোকজন সন্ধ্যার পর থেকেই নিজেদের ভাড়া করা রিজার্ভ বাস নিয়ে নিজ নিজ গন্তব্যে রওয়ানা হওয়ায় একসঙ্গে শত শত গাড়ির চাপে এ যানজটের সৃষ্টি হয়েছে।এদিকে,মহাসড়কে এ যানজটের কারণে যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে। নারী ও শিশুদের দুর্ভোগ সবচেয়ে বেশি।জানা গেছে,সন্ধ্যার পরে কাশিমপুর,আশুলিয়ার বিভিন্ন এলাকা থেকে প্রায় তিনশ গাড়ি একত্রে ছেড়ে যাওয়াসহ সাভার ও ঢাকার আশপাশের বিভিন্ন এলাকা থেকে কর্মজীবী,পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন গ্রামের বাড়ির উদ্দেশে রওয়ানা হওয়ায় চন্দ্রা-নবীনগর মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।ফলে রাত বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে মহাসড়কে অস্বাভাবিকহারে গাড়ির চাপ বৃদ্ধি পাওয়ায় নবীনগর-চন্দ্রা সড়কে প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ যানজটের কারণে চরম দুর্ভোগে পড়েছে ঈদে ঘরমুখো যাত্রীরা।সরেজমিনে নবীনগর-চন্দ্রা মহাসড়ক ঘুরে দেখা গেছে, গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় থেকে শুরু করে আশুলিয়ার বাইপাইল পর্যন্ত সড়কটিতে সৃষ্ট যানজটের কারণে যানচলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ যানজটে গাড়িতে বসে থেকে দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা। বিশেষ করে নারী,শিশু ও বয়স্কদের অনেককেই দীর্ঘ সময় বসে থাকার ফলে অসুস্থ হয়ে পড়তে দেখা গেছে।রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের যাত্রী মমিনুল ইসলাম জানান,বিকেল ৫ টার দিকে গাবতলী থেকে বাসে ওঠার পর আশুলিয়ার শ্রীপুর পর্যন্ত পৌছতে ৩ ঘণ্টা সময় লেগেছে। সাধারণত এ পথ আসতে এক ঘণ্টা লাগার কথা। ঠিক কতক্ষণে গ্রামের বাড়িতে পৌঁছাতে পারবেন তা বলতে পারছেন না তিনি।এছাড়া রাজধানীর মহাখালী থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী বিনিময় পরিবহনের বাস চালক আব্বাস মিয়া জানান,তিনি মহাখালী থেকে বাস ছেড়ে মাত্র দেড় ঘণ্টায় প্রায় ৭০ কিমি পথ পাড়ি দিয়ে আশুলিয়ার শ্রীপুর এলাকায় আনেস। কিন্তু শ্রীপুর থেকে জিরানী পর্যন্ত মাত্র ৩ কিমি রাস্তা পার হতে তার প্রায় সাড়ে ৪ ঘণ্টা সময় লেগেছে। গাড়ি নিয়ে টাঙ্গাইল কখন পৌঁছাতে পারবেন তা জানেন না তিনি।এ ব্যাপারে সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শওকাতুল আলম সময়ের কণ্ঠস্বরকে জানান,তাদের সীমানা এলাকায় রাস্তা-ঘাটে যান চলাচল স্বাভাবিক রয়েছে। কিন্তু গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় একসঙ্গে অনেক গাড়ি জড়ো হওয়ায় সড়কটিতে গাড়ির দীর্ঘ লাইনের ফলে সৃষ্ট যানজট আশুলিয়ায় পৌঁছে গেছে। তবে খুব শিগগিরই তা স্বাভাবিক হয়ে আসবে বলে জানান তিনি।এইচএ
Source: সময়ের কন্ঠস্বর