নড়াইলে জুলাই-আগস্ট আন্দোলনে শহীদ ৩ পরিবারের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঈদ উপহার সামগ্রী ও অর্থসহায়তাসহ শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) শহীদ জিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে শহীদ পরিবারগুলোর কাছে এই উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়।জেলা বিএনপি কার্যালয়ে শহীদ সালাউদ্দিন সুমন, শহীদ সাঈদ মিথুন মোরশেদ, শহীদ মো. রবিউল ইসলামের পরিবারের পক্ষ থেকে এসব সামগ্রী গ্রহণ করা হয়। উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শহীদ সালাউদ্দিনের ভাই মো. মিন্টু আহমেদ।উপহার সামগ্রী নিয়ে নড়াইলে আসেন জিয়া ফাউন্ডেশনের ডা. এ এস গাজী, ডা. নাসিম জামান রিফাত ও ডা. আলাউদ্দিস মামুন।জিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়, ‘ভবিষ্যতে এ সকল শহীদ পরিবারকে সবধরনের সহযোগিতা করবে ফাউন্ডেশনের চেয়ারম্যান তারেক রহমান।’এ সময় উপস্থিত ছিলেন- সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, জেলা স্বেচ্ছাসেবকলীগ আহ্বায়ক খন্দকার মনজুরুল সাঈদ বাবু প্রমুখ।এইচএ
Source: সময়ের কন্ঠস্বর