টাঙ্গাইলের মির্জাপুরে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় এক নারী গার্মেন্টস কর্মীকে চাকুরীচ্যুত করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার গোড়াই শিল্পাঞ্চল এলাকায় অবস্থিত সাউথইস্ট টেক্সটাইল প্রাইভেট লিমিটেড নামক একটি গার্মেন্টস প্রতিষ্ঠানের জিএম ও ডিজিএম এর নামে মির্জাপুর থানায় অভিযোগ করেন কর্মরত এক নারী কর্মী।ভুক্তভোগী গার্মেন্টস কর্মী সুলতানা খাতুন অভিযোগ করেন, কয়েক মাস পূর্বে তিনি সাউথইস্ট গার্মেন্টস প্রতিষ্ঠানে চাকুরি নেন। চাকুরি নেওয়ার পর থেকেই ওই অফিসের জেনারেল ম্যানেজার আলতাব হোসেন ও ডেপুটি জেনারেল ম্যানেজার স্বাক্ষর হোসেন তাকে একাধিক বার কুপ্রস্তাব দিয়ে আসছিলো। প্রস্তাবে রাজি না হওয়ায় গত ১৭ মার্চ বেতন বাড়ানোর কথা বলে একটি কাগজে স্বাক্ষর দিতে বলা হয় এবং স্বাক্ষর দেওয়ার পর তার আইডি কার্ড কেড়ে নিয়ে তাকে অফিস থেকে বের করে দেওয়া হয়। প্রতিবাদ করলে তাকে হত্যার হুমকিও দেন ওই দুই কর্মকর্তা। এরপর ২০ মার্চ সুলতানা খাতুনকে অফিসে ডেকে নিয়ে শারিরীক সম্পর্ক করার প্রস্তাবে রাজি হলে তাকে চাকুরি ফিরিয়ে দেওয়া হবে বলে প্রলোভন দেখানো হয়। এতেও তিনি রাজি না হলে তাকে অফিস থেকে বের করে দেওয়া হয়। পরে গত ২২ মার্চ জিএম ও ডিজিএম এর বিরুদ্ধে মির্জাপুর থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ওই নারী।সাউথইস্ট টেক্সটাইল প্রাইভেট লিমিটেড এর জেনারেল ম্যানেজার আলতাব হোসেন বলেন, এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। গত তিন মাসে বেশকিছু অনুপস্থিত ও কর্মদক্ষতা না বাড়ায় আমাদের নিয়ম অনুযায়ী তাকে চাকুরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে।অভিযোগটির তদন্তকারী কর্মকর্তা দেওহাটা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক শাহাদাৎ হোসেন জানান, অভিযোগটির বিষয়ে তদন্ত চলছে এবিষয়ে এই মুহূর্তে মন্তব্য করা সম্ভব নয়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কেউ ‘কালু’, কেউ ‘আলু’, কেউ বা ‘গুল্লু’
কেউ ‘কালু’, কেউ ‘আলু’, কেউ বা ‘গুল্লু’

তারকাদের নিয়ে সাধারণ মানুষের আগ্রহের শেষ নেই। বিশ্বের অন্যান্য ফিল্ম ইন্ডাস্ট্রির মতো বলিউড তারকারাও বছরজুড়ে আলোচনায় থাকেন।

যানজট নিরসনে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে যৌথ বাহিনীর অভিযান
যানজট নিরসনে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে যৌথ বাহিনীর অভিযান

ঈদকে সামনে রেখে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে যানজট। এমন একটি নিউজ প্রকাশের পরে গৌরনদী উপজেলার প্রশাসনের উদ্যোগে যৌথ বাহিনীর সহযোগীতা অভিযানে Read more

কোটা বাতিলের দাবিতে শজিমেক শিক্ষার্থীদের বিক্ষোভ
কোটা বাতিলের দাবিতে শজিমেক শিক্ষার্থীদের বিক্ষোভ

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজের (শজিমেক) শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।

যেমন ছিলো মুগল আমলের ব্যাংকিং ব্যবস্থা
যেমন ছিলো মুগল আমলের ব্যাংকিং ব্যবস্থা

মুগল শাসকরা এসব পারিবারিক অর্থব্যবসায়কে পৃষ্ঠপোষকতা প্রদান করতেন। তা ছাড়া প্রয়োজনবোধে তাদের নিকট হতে ঋণ গ্রহণ করতেন। 

গণফোরাম-বিপিপি ও গণতন্ত্র মঞ্চের সঙ্গে বিএনপির বৈঠক বিকেলে
গণফোরাম-বিপিপি ও গণতন্ত্র মঞ্চের সঙ্গে বিএনপির বৈঠক বিকেলে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির লিয়াঁজো কমিটির সঙ্গে বৈঠক করবে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি-বিপিপি এবং গণতন্ত্র মঞ্চ।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন