জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম তৃতীয় দিনের মতো নিজ জেলা পঞ্চগড়ে গণসংযোগ করেছেন। বুধবার (২৬ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত গণসংযোগ করেন তিনি। গাড়ি, ভ্যানের পর এবার তাকে টমটমের (শ্যালো ইঞ্জিন দিয়ে চলা যান) বহর নিয়ে চলতে দেখা যায়। এর আগে সৈয়দপুর থেকে গাড়িবহর নিয়ে তার নিজ জেলায় যাওয়ার ঘটনা নিয়ে সমালোচনা হয়েছিল।সারজিস আলম বলেন, ‘আমরা তরুণ প্রজন্ম একসঙ্গে হয়ে যারা এই গণ–অভ্যুত্থান ঘটিয়েছি এবং পরবর্তী বাংলাদেশের রাজনীতি করতে ইচ্ছুক, আমরা সে জায়গা থেকে নতুন দল জাতীয় নাগরিক পার্টি গঠন করেছি।তিনি আরও বলেন, ‘প্রত্যেকটি গ্রাম-গঞ্জ, ইউনিয়নে ও উপজেলায় নতুন এই দল এনসিপির পক্ষ থেকে গিয়ে মানুষের সঙ্গে কাজ করতে চাই। কারণ, আমরা যারা জনপ্রতিনিধি হতে চাই, তারা মাঠপর্যায়ে গিয়ে দেখলে আসল জিনিসটা বুঝতে পারব। মানুষ কীভাবে আছে বা তারা কী চায়।আওয়ামী লীগের লোকজনের সঙ্গে সম্পৃক্ততার প্রশ্নে সারজিস আলম বলেন, ‘পূর্বে নৌকায় ভোট দিয়েছে কিংবা দাড়িপাল্লায় ভোট দিয়েছে বা ধানের শীষে ভোট দিয়েছে। আমরা একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছি। তারা যদি তাদের জায়গা থেকে মনে করে, আগের সবকিছুর চেয়ে আমাদের কাছে তারা বেশি আশা দেখে; তারা যদি মনে করে আমাদের ওপর আস্থা রাখতে পারবে; তারা যদি আমাদের কাছে আসতে চায়; কোনো বড় অন্যায় অপকর্মের সঙ্গে যুক্ত ছিল না; কোনো খুন–গুম এসবের সঙ্গে জড়িত ছিল না; উনি যদি এসে এখন আমার কাছে দাঁড়ান; আমি তো উনাকে সরায়ে দিতে পারব না। উনি বাংলাদেশের একজন নাগরিক। লোক হিসেবে যদি ভালো হয়।’এনসিপি নেতা বলেন, ‘আমি তো একটা নতুন দলের প্রতিনিধি, নতুন দলের মার্কা থাকবে। আমি কি ওই লোকটাকে তাড়িয়ে দিতে পারি। আমরা একটা দল শুরু করেছি ১, ১০, ২০, ২০০ জন মিলে। আমরা যদি এটা করি, তাহলে তো ২০০ জনই শেষ করে ফেলতে হবে। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে মনে করি, যারা নতুন করে স্বপ্ন দেখছে, এই দেশটাকে নিয়ে ভালো কাজ করতে চায়, ভালো কিছুর সঙ্গে থাকতে চায়, তাদের আমাদের জায়গা থেকে ওইটুকু ভালো কাজ করার সুযোগটা দিতে হবে।এর আগে সফরের দ্বিতীয় দিনে ভ্যানে চড়ে গ্রামে গ্রামে ঘুরেছেন সারজিস আলম। এ সময় বাড়ি ও খেতখামারে গিয়ে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের সঙ্গে কথা বলেন।তারও আগে ২৪ মার্চ প্রথমে ঢাকা থেকে উড়োজাহাজে সৈয়দপুর বিমানবন্দরে নামেন সারজিস। সেখান থেকে তিনি সড়কপথে পঞ্চগড়ের দেবীগঞ্জ যান। দেবীগঞ্জ থেকে শতাধিক গাড়ির বহর নিয়ে তিনি জেলার বোদা, পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী উপজেলা সফর করেন। এ ঘটনা বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাভানা ফার্মার মুনাফা বেড়েছে ২০.২৩ শতাংশ
নাভানা ফার্মার মুনাফা বেড়েছে ২০.২৩ শতাংশ

পুঁজিবাজারের ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি নাভানা ফার্মাসিউটিক্যালসের পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিক (জানুয়ারি-মার্চ, ২০২৪) ও নয় Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

শপথ নিলেন নতুন শিক্ষা উপদেষ্টা
শপথ নিলেন নতুন শিক্ষা উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের নতুন সদস্য হিসেবে শপথ নিয়েছেন অধ্যাপক সি আর আবরার। তিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নিচ্ছেন। বর্তমানে এই Read more

শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দিলো বেঙ্গল উইন্ডসোর
শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দিলো বেঙ্গল উইন্ডসোর

পুঁজিবাজারের প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিক পিএলসি লিমিটেডের পরিচালনা পর্ষদের ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে প্রেরণ করা Read more

লালমনিরহাটে ঝড়ে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, আহত ৫
লালমনিরহাটে ঝড়ে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, আহত ৫

লালমনিরহাটে ঝড়ে শতাধিক ঘরবাড়ি ও অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান বিধ্বস্ত হয়েছে। এ সময় গাছচাপা পড়ে আহত হয়েছেন ৫ জন। উপড়ে পড়েছে বৈদ্যুতিক Read more

নিরাপত্তা বিশ্লেষক আব্দুর রশীদ আর নেই
নিরাপত্তা বিশ্লেষক আব্দুর রশীদ আর নেই

নিরাপত্তা বিশ্লেষক, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুর রশীদ মারা গেছেন।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন