শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক দাবি করায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মুনিরা কায়ছানকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার (২৬ মার্চ) সকালে তার অফিসিয়াল ফেসবুক থেকে এ বিষয়ে স্ট্যাটাস দেওয়ার পর তা সরিয়ে নেওয়া হয়। পোস্টে শেখ মুজিবুর রহমানের নামের আগে ‘বঙ্গবন্ধু’ উল্লেখ করা হয়। স্ট্যাটাস দেওয়ার প্রায় পৌনে এক ঘণ্টা পর সেই স্ট্যাটাস মুছে ফেলা হয়। পরে আরেকটি স্ট্যাটাস দিয়ে প্রথম স্ট্যাটাসটি ফেসবুক হ্যাক করে করা হয়েছে বলে দাবি করেন সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মুনিরা কায়ছান। এদিকে, স্ট্যাটাস দেওয়ার পর সরাইল অন্নদা উচ্চ বিদ্যালয়ের মাঠে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে গেলে সেখানে বিএনপির নেতাকর্মীদের তোপের মুখে পড়েন এসিল্যান্ড সিরাজুম মুনিরা কায়ছান। এরপর তিনি মাঠ থেকে ফিরে আসেন। এ বিষয়ে জানতে চাইলে সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মুনিরা কায়ছান বলেন, এটা অফিসিয়াল আইডি, এটার পাসওয়ার্ড কয়েকজনের কাছে ছিল। স্ট্যাটাসটা দেখামাত্র আমি এটি ডিলিট করে দিয়েছি। এটা পুরোপুরি অনাকাঙ্খিত। আইডি হ্যাক করে পোস্টটি করা হয়েছে।এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসেন বলেন, এসিল্যান্ড দাবি করেছেন লেখাটি তিনি পোস্ট করেননি। এ আইডির পাসওয়ার্ড নাকি অনেকের কাছে আছে বলে তিনি দাবি করেছেন। এ বিষয়ে জেলা প্রশাসক মো. দিদারুল আলম বলেন, ঘটনার পর তাকে সরাইল থেকে প্রত্যাহার করে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আগামীকালের মধ্যে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সংবাদ পাঠিকা থেকে ‘শাড়িওয়ালি’
সংবাদ পাঠিকা থেকে ‘শাড়িওয়ালি’

অনেকেই মানতেই চান না যে সাংবাদ পাঠিকার মতো মর্যাদাশীল চাকরি ছেড়ে শাড়ির ব্যাবসা করা যায়!

যশোরে সৎ মাকে গলাকেটে হত্যা
যশোরে সৎ মাকে গলাকেটে হত্যা

যশোরের চৌগাছায় রিক্তা বেগম (৪০) নামে এক নারীকে গলাকেটে হত্যা করা হয়েছে। অভিযোগ উঠেছে নিহতের সতীনর ছেলে হত্যার সাথে জড়িত।বুধবার (৯ এপ্রিল) Read more

সংখ্যায় সংখ্যায় ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ
সংখ্যায় সংখ্যায় ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচের পরতে পরতে এলোমেলো হয়েছে পরিসংখ্যানের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন