বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে বালুমহাল ইজারা দরপত্র জমা দেয়াকে কেন্দ্র করে সেনা সদস্যকে অপহরণের পর আটকে রেখে নির্যাতনের অভিযোগে বিএনপি ও তার অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে।মঙ্গলবার (২৬ মার্চ) রাতে বরিশাল কোতয়ালী মডেল থানায় চাঁদপুরের মতলব থানার বাসিন্দা আব্দুল মতিন কাজী বাদী ১২ জনের নাম উল্লেখ এবং ৮ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করেন। পরে দায়েরকৃত মামলার তিন আসামিকে পুলিশ গ্রেফতার করে আদালতে প্রেরণ হয়েছে।বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক মোঃ নুরুল আমিন গ্রেফতারকৃত তিন আসামিকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।আটকৃতরা হলেন, বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি নূর হোসেন সুজন, হিজলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ইমরান খন্দকার এবং হিজলা উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. দেওয়ান মনির হোসেন।দায়েরকৃত মামলার পলাতক বরিশাল ও মহানগরের বিএনপি, ছাত্রদল, যুবদল নেতা ও হোটেল রিচমার্ট রেস্ট হাউজের মালিকানা অংশীদার বেলায়েত হোসেন ওরফে বেলায়েত, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নিজামুর রহমান নিজামসহ অনেকে।মামলার কাজী মতিন বাদী জানান, বালুমহাল ইজারা ইজারা নিতে দরপত্র জমা দিতে জেলা প্রশাসক কার্যালয় যান তারা। এতে বাধা দেন আসামিরা। জোর করে দরপত্র জমা দিলে তারা আমাদের ওপর চড়াও হন। এক পর্যায় আসামিরা মতিনের ভাতিজা সেনা সদস্য জাফরকে জেলা প্রশাসক কার্যালয় থেকে অপহরণ করে লঞ্চঘাট এলাকায় রিচমার্ট হোটেলের ৩১০ নম্বর কক্ষে আটকে রাখে। সেখানে তিনি নিজেকে সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল পরিচয় দেয়ার পরও তাকে মারধর করেন। বিষয়টি সেনাবাহিনীকে জানানোর পর সেনাবাহিনী রিচমার্ট হোটেলে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেন।বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, নগরীর লঞ্চঘাট এলাকায় বিআইডব্লিউটিসি ভবনে রিচমার্ট হোটেল থেকে আটক ৩ জনকে থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। এ ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে তাদেরকে আদালতে সোপর্দ করা হলে বিচারক জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। আটকৃতরা বর্তমানে জেল হাজতে রয়েছে।অন্য দিকে টেন্ডার জামা দিতে বাধা ও অপহরন করে রিচমার্ট হোটেল একটি কক্ষে আটকে রেখে পরিবাররের সবাইকে জিম্মি করে টেন্ডারের শিডউল জোর পূর্বক ভাবে ছিনিয়ে নেওয়ার অভিযোগ তুলে মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ফরিদা বেগম নগরীর চাঁদমারি এলাকায় এক সংবাদ সম্মেলন করেন। সংবাদসম্মেলনে অপরাধীদের গ্রেফতারের দাবি জানিয়ে মেঘনার বালুমহাল পুনঃদরপত্রের দাবি জানান তিনি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জনদাবি বাস্তবায়নের নতুন কেন্দ্র হবে কাকরাইল: রইছ উদ্দিন
জনদাবি বাস্তবায়নের নতুন কেন্দ্র হবে কাকরাইল: রইছ উদ্দিন

জবি শিক্ষার্থীদের দাবি পূরণ না হলে কাকরাইল মোড় জনদাবি বাস্তবায়নের নতুন কেন্দ্রে পরিণত হবে বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির Read more

আ.লীগ নিষিদ্ধকরণ ও জুলাই ঘোষণাপত্রের দাবিতে বিক্ষোভ মিছিল
আ.লীগ নিষিদ্ধকরণ ও জুলাই ঘোষণাপত্রের দাবিতে বিক্ষোভ মিছিল

জুলাই গণঅভ্যুত্থানের নৃশংস হত্যাযজ্ঞের বিচার, রাষ্ট্রদ্রোহী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ ও জুলাইয়ে ঘোষণাপত্র প্রকাশের দাবিতে সোমবার( ২১ এপ্রিল) দুপুরে সিদ্ধিরগঞ্জ চিটাগাংরোড ঢাকা Read more

পত্নীতলা ও নজিপুর পৌর বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল
পত্নীতলা ও নজিপুর পৌর বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল

নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার ও নজিপুর পৌরসভায় বিএনপি উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো এবং সাবেক প্রধানমন্ত্রী ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন