রাজধানীর ধানমন্ডিতে র্যাব পরিচয়ে ডাকাতির ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার (২৬ মার্চ) সকালে তাদের আটক করা হয়।সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, বুধবার ভোরে র্যাবের পোশাকে ধানমন্ডির একটি ভবনে ডাকাতি করতে যায় ৮ থেকে ১০ জনের একটি দল। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওই ভবনে থাকা একটি কক্ষ থেকে নগদ টাকা লুট করছেন ২ জন। তারা বেরিয়ে যাওয়ার পর আরও ৩ জন সেই কক্ষে প্রবেশ করে বাকি টাকাও নিয়ে যান।পুলিশ জানায়, ডাকাতি করে পালানোর সময় এলাকাবাসী ও পুলিশ মিলে চারজনকে আটক করে। বাকিরা পালিয়ে যায়। আটক চারজনের কেউই র্যাব সদস্য নয় বলে নিশ্চিত করেছে পুলিশ।রমনা থানার ডিসি জানান, খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে যায় পুলিশ। এসময় আটক হয় ৪ জন। তাদের গ্রেফতার করতে গিয়ে ধস্তাধস্তিতে দুই পুলিশ সদস্য আহত হয়েছে। এ ঘটনায় র্যাবের কোনো সদস্য জড়িত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।এবি
Source: সময়ের কন্ঠস্বর