বিশ্বের বায়ুদূষণের তালিকায় আজ তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ২০২ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।বুধবার (২৬ মার্চ) সকাল ১১টার সুইজারল্যান্ডভিত্তিক বাতাসের মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে। ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি।আজ সকালে বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে ২৫ গুণেরও বেশি রয়েছে। এ সময় ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে গুলশান লেকপার্ক (২৮৪) এলাকায়। তালিকায় এর পরেই রয়েছে মাদানি সরণির বেজ এজওয়াটার (২৫৩), বেচারাম দেউড়ি (২২০), মিরপুরের ইস্টার্ন হাউজিং (২১২), তেজগাঁওয়ের শান্তা ফোরাম (২০৬) ও পশ্চিম নাখালপাড়া সড়ক (২০৬)। এসব এলাকায় বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।এছাড়া গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (১৯৮) এলাকা, কল্যাণপুর (১৮৯), পীরেরবাগ রেললাইন (১৮২) ও সাভারের হেমায়েতপুর (১৭৭) এলাকায় বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আফগানিস্তানকে চাপে রেখে দারুণ শুরু বাংলাদেশের
আফগানিস্তানকে চাপে রেখে দারুণ শুরু বাংলাদেশের

বাংলাদেশের ৫ জয়ের বিপরীতে আফগানিস্তান জিতেছে ৬টিতে।

আগামীকাল ইবির ক্লাস-পরীক্ষা বন্ধ
আগামীকাল ইবির ক্লাস-পরীক্ষা বন্ধ

উপজেলা নির্বাচন উপলক্ষে আগামীকাল বুধবার (৮ মে) ইসলামী বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস-পরীক্ষা ও অফিস বন্ধ থাকবে।

আড়াই কোটি টাকার হেরোইনসহ সহোদর গ্রেপ্তার
আড়াই কোটি টাকার হেরোইনসহ সহোদর গ্রেপ্তার

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয় শুকনাপাড়া গ্রামে।

আফগান কামানের সামনে ‘চোকার্স’ দক্ষিণ আফ্রিকা
আফগান কামানের সামনে ‘চোকার্স’ দক্ষিণ আফ্রিকা

ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে এক অসম লড়াইয়ে অবতীর্ণ হতে যাচ্ছে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন