সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, সশস্ত্র বাহিনী দেশের গর্ব ও আস্থার প্রতীক। দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা অক্ষুণ্ন রাখতে সেনাবাহিনীর প্রতিটি সদস্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারের জন্য সদা প্রস্তুত রয়েছে। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষ্যে দেওয়া বাণীতে এসব কথা বলেন সেনাপ্রধান।ওয়াকার-উজ-জামান বলেন, আজ ২৬শে মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। আমাদের জাতীয় জীবনে এই দিনটির গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। ১৯৭১ সালের এই দিনে এ দেশের মুক্তিকামী আপামর জনতা কাঁধে কাঁধ মিলিয়ে দেশমাতৃকাকে পরাধীনতার শৃঙ্খলমুক্ত করার লক্ষ্যে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল।তিনি বলেন, দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে অর্জিত হয় আমাদের চূড়ান্ত বিজয় এবং বিশ্ব মানচিত্রে স্বাধীন দেশ হিসেবে স্থান করে নেয় আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ। এ কারণেই ২৬শে মার্চ আমাদের জাতীয় জীবনে গৌরব ও অনুপ্রেরণার চিরন্তন উৎস হয়ে থাকবে।সেনাবাহিনীর সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়ে সেনাপ্রধান বলেন, শুধু স্বাধীনতা যুদ্ধেই নয়, স্বাধীনতা পরবর্তী সময়েও দেশের স্বার্থে দেশে এবং বিদেশে দায়িত্বরত অবস্থায় যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন, আমি মহান আল্লাহ তায়ালার নিকট সব শহিদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।তিনি বলেন, বাংলাদেশ সশস্ত্র বাহিনী তথা বাংলাদেশ সেনাবাহিনী দেশের গর্ব ও আস্থার প্রতীক। দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা অক্ষুণ্ন রাখার নিমিত্তে সেনাবাহিনীর প্রতিটি সদস্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারের জন্য সদা প্রস্তুত রয়েছে। স্বাধীনতার পরবর্তীতে সময়ের পরিক্রমায় বাংলাদেশ সেনাবাহিনী আজ একটি দক্ষ, সুশৃঙ্খল ও সুসংগঠিত বাহিনীরূপে আত্মপ্রকাশ করেছে। দেশমাতৃকার প্রয়োজনে যে কোনো অর্পিত দায়িত্ব পালনে সেনাবাহিনীর আধুনিকায়ন ও সমর সক্ষমতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ।সেনাপ্রধান বলেন, পরিকল্পিতভাবে এবং পর্যায়ক্রমে অত্যাধুনিক সমরাস্ত্র সংযোজন এবং উন্নত প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন বাস্তবায়িত হচ্ছে। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আমাদের সেনাবাহিনী এখন সুপ্রশিক্ষিত, দক্ষ এবং সদা প্রস্তুত।তিনি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি সদস্য আগামী দিনগুলোতে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে দেশ এবং দেশের মানুষের সেবায় নিবেদিতভাবে কাজ করে যাবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যেমন ছিলো মুগল আমলের ব্যাংকিং ব্যবস্থা
যেমন ছিলো মুগল আমলের ব্যাংকিং ব্যবস্থা

মুগল শাসকরা এসব পারিবারিক অর্থব্যবসায়কে পৃষ্ঠপোষকতা প্রদান করতেন। তা ছাড়া প্রয়োজনবোধে তাদের নিকট হতে ঋণ গ্রহণ করতেন। 

শেষ মুহুর্তের শ্বাসরুদ্ধকর জয়ে ফাইনালে ইংল্যান্ড
শেষ মুহুর্তের শ্বাসরুদ্ধকর জয়ে ফাইনালে ইংল্যান্ড

৮১ মিনিটে দলের সবচেয়ে বড় তারকা হ্যারি কেনকে তুলে নেন কোচ গ্যারেথ সাউথগেট। নামান ওলি ওয়াটকিন্সকে।

ঈদে ফিরতি যাত্রা: ৪ এপ্রিলের ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে আজ
ঈদে ফিরতি যাত্রা: ৪ এপ্রিলের ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে আজ

ঈদুল ফিতর পরবর্তী ট্রেনের ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আগামী ৪ এপ্রিলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি হবে আজ Read more

এডিসের লার্ভা পাওয়ায় ৯ স্থাপনাকে জরিমানা
এডিসের লার্ভা পাওয়ায় ৯ স্থাপনাকে জরিমানা

এডিস মশার লার্ভা পাওয়ায় রাজধানীর অভয় দাস লেনে অবস্থিত তমা অটো এলপিজি স্টেশনসহ নয়টি স্থাপনাকে ৭২ হাজার টাকা জরিমানা করেছেন Read more

হামাসের হামলার বর্ষপূর্তি যেভাবে পালন করলো ইসরায়েল, সংঘাত নানা ফ্রন্টে
হামাসের হামলার বর্ষপূর্তি যেভাবে পালন করলো ইসরায়েল, সংঘাত নানা ফ্রন্টে

গত বছর অক্টোবরে হামাসের বন্দুকধারীরা সীমান্ত দেয়াল ভেঙ্গে ইসরায়েলি গ্রাম কিবুৎযিম, সামরিক চৌকি ও নোভা মিউজিক উৎসব তছনছ করে দেয়। Read more

গাজীপুরের দুই মহাসড়কে বেড়েছে ঘরমুখো মানুষের চাপ
গাজীপুরের দুই মহাসড়কে বেড়েছে ঘরমুখো মানুষের চাপ

সারোয়ার হোসেন নামে এক যাত্রীর সঙ্গে কথা হয় চৌরাস্তায়। তিনি বলেন, ১১টা পর্যন্ত ডিউটি করে আমাদের কারখানা ১০ দিন ছুটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন