চাঁপাইনবাবগঞ্জে চাঁদাবাজির অভিযোগ বাস চলাচলে দ্বন্দ্ব হয়েছে। এতে প্রায় দুই ঘন্টা চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাখে বাস সংশ্লিষ্ঠরা। দূরপাল্লার বাস থামিয়ে চাঁদা আদায়ের অভিযোগ তুলে ঢাকা কোচ মাস্টার বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ডাকে এ অবরোধ পালন করে তারা। পরে প্রশাসনের হস্তক্ষেপে বাস চলাচল স্বাভাবিক হয়।মঙ্গলবার (২৫ মার্চ) দুপুর ১টা থেকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাসহ দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির সভাপতি রেজাউল করিম।সংশ্লিষ্টরা জানান, চাঁপাইনবাবগঞ্জের হরিপুরে চৌঁকি বসিয়ে সব রুটের দূরপাল্লার বাস থামিয়ে চাঁদা আদায় করছে বাস, মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের লোকজন। কেউ চাঁদা দিতে না চাইলে তাকে শারিরীকভাবে লাঞ্ছিত করা হচ্ছে। গতকাল সোমবার দিবাগত রাতে একতা পরিবহনের পরিবহনের সুপার ভাইজার মো. রাজিব ইসলামকে মারধর করে ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় থানায় ৮ জনের নামে অভিযোগ হয়। এরই জের ধরে সড়ক অবরোধ করে যানবাহন বন্ধ রাখা হয়।দূরপাল্লার বাসের কর্মচারীদের সংগঠন ঢাকা কোচ মাস্টার বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি রেজাউল করিম বলেন, একটি সংগঠন সড়কে দাঁড়িয়ে চাঁদা তুলছে। এরই প্রতিবাদে আমরা ঢাকাসহ দূরপাল্লার বাস চলাচল বন্ধ ঘোষণা করেছিলাম। স্থানীয় প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয়া হয়েছে। সড়কে চাঁদাবাজি বন্ধ না হলে আবারও আন্দোলন গড়ে তোলা হবে।চাঁপাইনবাবগঞ্জ বাস, মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম জানান, আমরা জোর করে চাঁদাদাবি করছি না। আমরা ৩০ টাকা করে সার্ভিস চার্জ তুলে আসছি। এই টাকা দিয়ে সংগঠনটির শ্রমিকদের কল্যাণে কাজ করা হয়।এদিকে,চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল কাদের রাজন বলেন, চাঁদাবাজি বন্ধে আমরা সোচ্চার আছি। কিন্তু একটি পক্ষ পুলিশকে ম্যানেজ করেই চাঁদাবাজি করে আসছে।  সদর মডেল থানার এসএই কবির আমাকে মারার হুমকি দিয়েছে।তিনি এর আগে আমার থেকে ৩ হাজার টাকা চাঁদা নিয়েছে। এটার জন্য আমরা সড়ক অবরোধ করেছি। আগামীকালের মধ্যে এটার সমাধান না হলে আগামীতে সারা জেলার সড়ক অবরোধ করা হবে।চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমান জানান, শ্রমিক ইউনিয়নের দুইটি পক্ষের মধ্যে চাঁদা উত্তোলন নিয়ে দ্বন্দ্ব হওয়ায় একটি পক্ষ সড়ক অবরোধ করে। পরে বিষয়টি সুরাহার আশ্বাস দিলে সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সৌদির সঙ্গে মিল রেখে চাঁদপুরে অর্ধশত গ্রামে আগামীকাল ঈদ
সৌদির সঙ্গে মিল রেখে চাঁদপুরে অর্ধশত গ্রামে আগামীকাল ঈদ

সৌদি আরবে চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল রোববার (৩০ মার্চ) দেশটিতে উদযাপিত হবে ঈদুল ফিতর। এদিকে সৌদি আরবের সঙ্গে মিল Read more

টেকনাফে যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ মাদক ব্যবসায়ী আটক
টেকনাফে যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ মাদক ব্যবসায়ী আটক

মাদক,মানব পাচারসহ নানান অপকর্মে জড়িত অস্ত্রধারী সন্ত্রাসীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য, সারা দেশের ন্যায় সাগর উপকুলীয় এলাকা কক্সবাজারের টেকনাফের Read more

এবার লন্ডনে প্রকাশ্যে দেখা গেল সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদকে
এবার লন্ডনে প্রকাশ্যে দেখা গেল সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদকে

এবার সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীকে লন্ডনে প্রকাশ্যে দেখা গেছে। স্থানীয় সময় রোববার Read more

ঢাবির এক হলে ছাত্রলীগ নেতাদের বাকি ১৭ লাখ টাকা
ঢাবির এক হলে ছাত্রলীগ নেতাদের বাকি ১৭ লাখ টাকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এ এফ রহমান হলের ক্যান্টিনে ছাত্রলীগ নেতারা ১৭ লাখ টাকা বাকি খেয়েছেন বলে অভিযোগ ‍উঠেছে।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন