রাজশাহীর তানোর উপজেলায় শত বছরের পুরনো এক আদিবাসী কবরস্থানে দাফন নিয়ে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ মার্চ) সকালে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের যশপুর আদিবাসী কবরস্থানে এ ঘটনাটি ঘটে, যা স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।স্থানীয় সূত্রে জানা যায়, যশপুর আদিবাসী পাড়ার এক মৃত মহিলার লাশ দাফনের সময় বাধা দেন এক স্থানীয় মহিলা। তিনি দাবি করেন, কবরস্থানের ওই অংশটি তার ব্যক্তিগত সম্পত্তি। ফলে দাফন প্রক্রিয়া ব্যাহত হয় এবং এ নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়।এ বিষয়ে স্থানীয় আদিবাসী যুবক মার্সাল কুড়া জানান, “আমাদের বাপ-দাদার আমল থেকে আমরা এই কবরস্থানে লাশ দাফন করে আসছি। কিন্তু আজ যখন আমাদের পাড়ার এক মৃত মহিলাকে দাফন করতে গেলাম, তখন একজন এসে দাবি করল যে এটি তার জমি। এত বছর ধরে কেউ কখনো এমন দাবি করেনি, এখন কেন?”আদিবাসীদের ঐতিহ্যবাহী কবরস্থান নিয়ে এমন বিরোধ বিরল ঘটনা। স্থানীয়দের মতে, বহু বছর ধরে এ কবরস্থান ব্যবহার হয়ে এলেও কখনো এর মালিকানা নিয়ে প্রশ্ন ওঠেনি। তবে সম্প্রতি জমির মালিকানা সংক্রান্ত জটিলতার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে ধারণা করছেন অনেকে।এ ঘটনায় স্থানীয় প্রশাসনের কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। তবে এলাকাবাসী দাবি করছেন, বিষয়টি দ্রুত সমাধান করা না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে।বিশেষজ্ঞদের মতে, জমির দখল ও মালিকানা সংক্রান্ত বিষয়গুলো প্রশাসনিক ও সামাজিকভাবে সমাধান করা প্রয়োজন। স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যস্থতায় এ সমস্যা নিরসনের চেষ্টা করা যেতে পারে।এই ঘটনা শুধু একটি গ্রাম বা একটি সম্প্রদায়ের সমস্যা নয়, বরং এটি বৃহত্তর সামাজিক ও ঐতিহ্যগত প্রশ্নও উত্থাপন করে। আদিবাসীদের কবরস্থান রক্ষার বিষয়টি কেবল সম্পত্তির মালিকানার প্রশ্ন নয়, এটি তাদের সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গেও গভীরভাবে জড়িত। সুষ্ঠু সমাধান না হলে ভবিষ্যতে এ ধরনের সমস্যা আরও বাড়তে পারে।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বেতন কত
ভারতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বেতন কত

ভারতের প্রধানমন্ত্রী যেসব সুবিধা পেয়ে থাকেন।

তিন খানকে নিয়ে কঙ্গনার ইচ্ছা
তিন খানকে নিয়ে কঙ্গনার ইচ্ছা

বলিউডের বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রাণৌত। অভিনয়ের পাশাপাশি পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন।

বিদায় মাহে রমজান, ব্যথিত মুমিনের হৃদয়
বিদায় মাহে রমজান, ব্যথিত মুমিনের হৃদয়

ঈদের সুসংবাদ নিয়ে হেসে উঠবে শাওয়ালের চাঁদ।

দল ব্যালেন্স ও বিশ্বমানের: খালেদ মাহমুদ
দল ব্যালেন্স ও বিশ্বমানের: খালেদ মাহমুদ

জিম্বাবুয়ে সিরিজের আগে জাতীয় দলের ক্রিকেটারদের জন্য তিনদিনের ক্যাম্প করাতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন