চট্টগ্রাম নগরীতে গৃহকর্মীর ছদ্মবেশে ঘুরে ঘুরে চুরির ঘটনা ঘটাচ্ছিল এক নারী চক্র। কখনো কাজের সন্ধান, কখনো তালাবদ্ধ বাসা তাদের টার্গেট। অবশেষে পুলিশের জালে ধরা পড়লো এই চক্রের দুই সদস্য—রোজিনা বেগম (৪০) এবং তাসনুভা বেগম (২২)।রবিবার (২৩ মার্চ) দুপুরে বাকলিয়া থানার দেওয়ান বাজার এক নম্বর গলির নিরাপদ হাউজিং-২ এর আল-মদিনা ভবনে সংঘটিত এক চুরির ঘটনায় তাদের আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চুরি হওয়া স্বর্ণালংকার, মোবাইল ফোন এবং তালা ভাঙার বিভিন্ন সরঞ্জাম।পুলিশ সূত্রে জানা গেছে, রোজিনা ও তাসনুভা মূলত কাজের খোঁজে নগরীর বিভিন্ন এলাকায় ঘোরেন। তারা কোনো বাসায় গৃহকর্মীর কাজ পেলে সেখানে প্রবেশ করতেন, আর কাজ না পেলে তালাবদ্ধ বাসাগুলো তাদের নজরে থাকত। চুরির সময় সঙ্গে থাকত একটি ব্যাগ, যাতে রাখা থাকত তালা ভাঙার সরঞ্জাম।রবিবার দুপুর সোয়া একটার দিকে চুরি হওয়া ফ্ল্যাটের বাসিন্দা সুমাইয়া আক্তার নুপুর ও তার খালা বুলু বেগম বাসা তালাবদ্ধ করে টেরিবাজারে কেনাকাটায় যান। ফিরে এসে তারা দেখতে পান, শোবার ঘরের স্টিলের আলমারির তালা ভাঙা, কাপড়-চোপড় এলোমেলো ছড়িয়ে-ছিটিয়ে আছে। সন্দেহ হতেই তারা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন।সংবাদ পাওয়ার পরপরই বাকলিয়া থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে। ফুটেজে দেখা যায়, রোজিনা ও তাসনুভা ঘটনার সময় ফ্ল্যাট ভবনে প্রবেশ করেছিলেন। এরপরই তাদের আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।বিষয়টি সোমবার (২৪ মার্চ) নিশ্চিত করে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন সময়ের কণ্ঠস্বর-কে বলেন, “জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা চুরির কথা স্বীকার করে। তাদের কাছ থেকে ৪০ হাজার টাকা মূল্যের এক জোড়া স্বর্ণের কানের ঝুমকা, ২৮ হাজার টাকা দামের এক জোড়া কানের দুল, একটি স্বর্ণের আংটি, একটি স্মার্টফোন এবং চুরির কাজে ব্যবহৃত তালা ভাঙার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।”ওসি আরও জানান, চুরির উদ্দেশ্যে রোজিনা ও তাসনুভা বায়েজিদ বোস্তামি এলাকা থেকে বাকলিয়ায় এসেছিলেন। ধারণা করা হচ্ছে, তারা নগরজুড়ে একই কৌশলে চুরির সঙ্গে জড়িত। তবে এই চক্রের পেছনে আরও কেউ জড়িত আছে কি না, সেটি খতিয়ে দেখছে পুলিশ।“তারা প্রায়শই নগরীর বিভিন্ন এলাকায় গিয়ে একই কৌশলে চুরি করত। প্রতিবারই গৃহকর্মীর ছদ্মবেশ নিয়ে কাজ খোঁজার নামে বাসার অবস্থান পর্যবেক্ষণ করত। যদি বাসায় কেউ না থাকত, তবে তালা ভেঙে ভেতরে ঢুকে চুরি করত,” বলেন ওসি ইখতিয়ার উদ্দিন।ভুক্তভোগী গৃহকর্তা বাদী হয়ে বাকলিয়া থানায় একটি মামলা করেছেন। সেই মামলার ভিত্তিতে গ্রেফতারকৃত দুই চোরকে আজ আদালতে পাঠানো হয়েছে। পুলিশ বলছে, তদন্তের মাধ্যমে চক্রটির অন্যান্য সদস্যদের খোঁজে অভিযান চালানো হবে।এ ধরনের ঘটনা প্রতিরোধে পুলিশ নগরবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। বিশেষ করে বাসা তালাবদ্ধ রেখে বাইরে গেলে প্রতিবেশীদের জানানো এবং সিসিটিভি ক্যামেরার ব্যবহার বাড়ানোর পরামর্শ দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।এদিকে, রোজিনা ও তাসনুভার মতো গৃহকর্মীর ছদ্মবেশে চুরির ঘটনায় নগরবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই বলছেন, অপরিচিত গৃহকর্মী নিয়োগের আগে তাদের সঠিকভাবে যাচাই-বাছাই করা উচিত। পুলিশের পক্ষ থেকেও বলা হয়েছে, গৃহকর্মী নিয়োগের আগে তাদের জাতীয় পরিচয়পত্র যাচাই ও স্থানীয় থানায় তথ্য সংরক্ষণের ব্যবস্থা করা জরুরি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুন্সীগঞ্জে গাছে বেঁধে শিশু নির্যাতন, অভিযুক্ত কারাগারে
মুন্সীগঞ্জে গাছে বেঁধে শিশু নির্যাতন, অভিযুক্ত কারাগারে

আখ চুরির অপবাদ দিয়ে মুন্সীগঞ্জে টঙ্গীবাড়িতে গাছের সঙ্গে বেঁধে সিয়াম (১২) নামে এক শিশুকে নির্যাতন করা হয় গতকাল মঙ্গলবার।

শিবগঞ্জে ফাঁকা ভোট কেন্দ্র, প্রথম ঘণ্টায় ভোট পড়েছে ২৬টি
শিবগঞ্জে ফাঁকা ভোট কেন্দ্র, প্রথম ঘণ্টায় ভোট পড়েছে ২৬টি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ছত্রাজিতপুর ইউনিয়ন পরিষদ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আব্দুলাহ আল মামুন বলেন, সকালে ভোটার উপস্থিতি বেশ কম। Read more

লভ্যাংশ ঘোষণার অনুমতি পেলো সাউথইস্ট ও ওয়ান ব্যাংক
লভ্যাংশ ঘোষণার অনুমতি পেলো সাউথইস্ট ও ওয়ান ব্যাংক

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি সাউথইস্ট ব্যাংক পিএলসি এবং ওয়ান ব্যাংক পিএলসি ২০২৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ Read more

পাকিস্তানে ঈদ সোমবার
পাকিস্তানে ঈদ সোমবার

পাকিস্তানে পবিত্র ঈদুল ফিতর উদযাপন হবে আগামী সোমবার ৩১ মার্চ। দেশটিতে আজ ২৮তম রোজা। দুবাইভিত্তিক গণমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন