নীলফামারীর সৈয়দপুরে অনুমোদনহীন ও অবৈধভাবে পরিচালিত পাঁচটি ইটভাটায় অভিযান চালিয়ে ৩৬ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।সোমবার (২৪ মার্চ) বিকালে উপজেলায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।অভিযানে যৌথভাবে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর ঢাকা সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং-এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, নীলফামারী জেলা পরিবেশ অধিদপ্তর, পুলিশ, র‌্যাব-১৩ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের দায়ে মোট পাঁচটি ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এসব ইটভাটার মালিকদের মোট ৩৬ লাখ টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠান গুলো হলো- উপজেলার মেসার্স এম এ বি ব্রিকসের মালিককে ৫ লাখ, মেসার্স বি পি এল-২ ব্রিকসের মালিককে ৬ লাখ, মেসার্স এ এস বি ব্রিকসের মালিককে ৬ লাখ, মেসার্স এ স্টার বি ব্রিকসের মালিককে ৬ লাখ, মেসার্স এ বি এল ব্রিকসের মালিককে ৬ লাখ, মেসার্স এমবি ব্রিকসের মালিককে ৩ লাখ ৫০ হাজার, মেসার্স এম বি সি ব্রিকসের মালিককে ৩ লাখ ও মেসার্স টি বি এল ব্রিকসের মালিককে ৫০ হাজার টাকাসহ মোট ৩৬ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া, অভিযানে ইটভাটাগুলোর কাঁচা ইট গুঁড়িয়ে দেওয়া হয়।অভিযানে থাকা নীলফামারী জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট আব্দুল্লাহ আল মামুন জানান, ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন-২০১৩ (সংশোধিত ২০১৯) অনুসারে এ অভিযান পরিচালনা করা হয়। লাইসেন্সবিহীন কার্যক্রম, কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি সংগ্রহ করে ইট তৈরি এবং কৃষিজমিতে অবৈধভাবে ভাটা স্থাপন করায় এসব ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঝুলন্ত বৈদ্যুতিক সংযোগ ও হাইড্রোজেন সিলিন্ডার ছিল বিপদের কারণ
ঝুলন্ত বৈদ্যুতিক সংযোগ ও হাইড্রোজেন সিলিন্ডার ছিল বিপদের কারণ

রাজধানীর শাহবাগে ফুলের দোকানে লাগা আগুনের ঘটনাস্থলে ঝুলন্ত অবস্থায় লুজ বৈদ্যুতিক সংযোগ এবং বেলুন ফোলানোর হাইড্রোজেন গ্যাস সিলিন্ডার পেয়েছে ফায়ার Read more

সিটি ব্যাংক ও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি
সিটি ব্যাংক ও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি

ব্যাংকাসুরেন্স ব্যবসার অধীনে লাইফ ইন্স্যুরেন্স পলিসি বিক্রয় করার লক্ষ্যে সিটি ব্যাংক ও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন