ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘরে ধর্ষক সন্দেহে আব্দুল খালেক নামে এক যুবককে গণপিটুনি দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ মার্চ) বেলা ১১ টায় বিটঘর ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে বিক্ষোভ মিছিলটি বিটঘর উত্তর সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু হয়ে বিটঘর বাজার পদক্ষিণ করে বিটঘর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এসে এক প্রতিবাদ সমাবেশে সমবেত হয়।এসময় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিটঘর গ্রামের মোঃ জসিম, এনামুল ইসলাম, মাসুক মিয়া, ইকবাল হোসেন, মোঃ দুলাল, জেসমিন আক্তার, ইয়াছমিন আক্তার, ফাতেমা বেগম, সাজেদা বেগম, রোজিনা আক্তার ও শেফালি আক্তার। এছাড়াও বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বিটঘর গ্রামের বিভিন্ন শ্রেণীপেশার নারী-পুরুষ উপস্থিত ছিলেন।প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, আব্দুল খালেক একজন বুদ্ধিপ্রতিবন্ধী ছেলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন চোর সন্দেহে তোফাজ্জলকে হত্যা করা হয়েছিলো, ঠিক তেমনি বুদ্ধিপ্রতিবন্ধী আব্দুল খালেককে গত ১৯শে মার্চ সন্ধ্যায় বাড়ি থেকে ঢেকে এনে ধর্ষক সন্দেহে স্থানীয় ছাত্র-জনতা তাকে গণপিটুনি দেয়। তারা বলেন, ঐদিন স্থানীয় ইউপি চেয়ারম্যান খালেককে ছাত্র-জনতার গণপিটুনি থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে আইনশৃঙ্খলাবাহিনীর কাছে তুলে দেয়। বর্তমানে সে এখন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তাই তারা প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বুদ্ধিপ্রতিবন্ধী আব্দুল খালেককে নিঃশর্ত মুক্তির দাবী জানান।এব্যাপারে বিটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী জাফর দস্তগীর জানান, ঐদিন ধর্ষণ চেস্টার ঘটনাটি শুনে আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার আগেই ছাত্র-জনতা খালেককে ধরে এনে গণপিটুনি দেন। বিষয়টি নিয়ে ধোয়াশা আছে। আমি চাই প্রশাসনের তদন্তের মাধ্যমে সঠিক ঘটনাটি বেরিয়ে আসুক।উল্লেখ্য, গত ১৯শে মার্চ বুধবার বিটঘর গ্রামের জান্নাতুল মাওয়া নামে ৭ বছরের শিশু মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠে একি প্রতিবেশী আব্দুল খালেকের বিরুদ্ধে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ঐদিন সন্ধ্যায় খালেককে বাড়ি থেকে বিটঘর ইউনিয়ন পরিষদে এনে স্থানীয় ছাত্র-জনতা তাকে গণপিটুনি দেন। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান খালেককে ছাত্র-জনতার গণপিটুনি থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে আইনশৃঙ্খলাবাহিনীর কাছে তাকে তুলে দেন।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে মোটরসাইকেলের ঢল
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে মোটরসাইকেলের ঢল

উত্তরবঙ্গবাসীর ঈদ যাত্রায় গণপরিবহনের চাপ বাড়লেও নেই ভোগান্তি। এতে নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারছেন ঘরমুখো মানুষজন। এতে পিছিয়ে নেই মোটরসাইকেল আরোহীরাও।সরেজমিনে Read more

গণমাধ্যমকর্মী আইনে সব গণমাধ্যম থাক‌বে: তথ্য প্রতিমন্ত্রী
গণমাধ্যমকর্মী আইনে সব গণমাধ্যম থাক‌বে: তথ্য প্রতিমন্ত্রী

সরকার পেশাদার সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করতে চায়, জা‌নি‌য়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ব‌লে‌ছেন, গণমাধ্যমকর্মী আইনে ইলেকট্রনিক, প্রিন্ট Read more

ঝলমলে জীবনের পেছনে থাকে নানা চড়াই-উতরাই: ববি
ঝলমলে জীবনের পেছনে থাকে নানা চড়াই-উতরাই: ববি

নায়িকা ইয়ামিন হক ববির পরবর্তী সিনেমা ‘ময়ূরাক্ষী’।

অন্তর্বর্তীকালীন সরকারকে অর্থনীতি সমিতির অভিনন্দন
অন্তর্বর্তীকালীন সরকারকে অর্থনীতি সমিতির অভিনন্দন

প্রধান উপদেষ্টা হিসেবে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ অর্থনীতি সমিতি।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন