কুমিল্লার চৌদ্দগ্রামে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন।সোমবার (২৪ মার্চ) দুপুরে চৌদ্দগ্রাম বাজারের পৌর মিলনায়তনে বিএনপির সাংগঠনিক সভাকে কেন্দ্র করে কামরুল হুদা গ্রুপ ও ডা. নোবেল-হিরণ মোল্লা গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়। এসময় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক কামরুল হুদা গ্রুপের হামলায় জেলা বিএনপির সদস্য হিরণ মোল্লা ও ডা. গোলাম কাদের চৌধুরী নোবেল গ্রুপের অন্তত ২০ জন নেতাকর্মী আহত হন।পুলিশ জানায়, সংঘর্ষের ফলে বেশ কিছু সময় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। এদিকে, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির কিছু নেতা অভিযোগ করেছেন যে, জেলা নেতৃবৃন্দ তাদের সংঘর্ষের ঘটনা সম্পর্কে কোনো ভূমিকা রাখেননি।আহতদের মধ্যে রয়েছে পৌর ছাত্রদলের সাবেক সভাপতি কাজী জোবায়ের, চিওড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, মুন্সীরহাট ইউনিয়ন যুবদলের কর্মী সবুজ, শ্রীপুর ইউনিয়নের সাইফুলসহ আরও অনেক নেতাকর্মী।কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক তোফায়েল হোসেন জুয়েল বলেন, আমরা হামলার শিকার হয়েছি। হামলা করার সময় তারা হকিস্টিক, চাইনিজ কুড়ালসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহার করেছে।এদিকে, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সাজেদুর রহমান মোল্লা হিরণ বলেন, আমাকে লাঞ্চিত করে এবং নেতাকর্মীদের উপর হামলা চালানো হয়। আমরা অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে না পেরে আবুল খায়ের মার্কেটের সামনে অবস্থান করি, সেখানে আবার হামলা হয়।চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিলাল উদ্দিন বলেন, সাংগঠনিক সভায় দুই পক্ষের মধ্যে তর্কাতর্কির বিষয়ে শুনেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় কোনো পক্ষ অভিযোগ দায়ের করেনি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মিয়ানমারে বিস্ফোরণে কাঁপলো শাহপরীর দ্বীপ 
মিয়ানমারে বিস্ফোরণে কাঁপলো শাহপরীর দ্বীপ 

মিয়ানমারের অভ্যন্তর থেকে বিস্ফোরণের বিকট শব্দে কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপসহ আশাপাশের সীমান্ত এলাকা কেঁপে উঠছে। এতে ভয় ও আতঙ্কের মধ্যে Read more

তুলসী গ্যাবার্ডের মন্তব্য বিভ্রান্তিকর: প্রেস উইং
তুলসী গ্যাবার্ডের মন্তব্য বিভ্রান্তিকর: প্রেস উইং

মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের ভিত্তিহীন মন্তব্যে বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকার গভীর উদ্বেগ ও মর্মাহত হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার Read more

কোয়ার্টার ফাইনালে খেলবেন কি মেসি?
কোয়ার্টার ফাইনালে খেলবেন কি মেসি?

দ্বিতীয় ম্যাচে চিলির বিপক্ষে খেলার সময় ডানপায়ের ঊরুতে চোট পান। 

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন