ফিলিস্তিনের গাজায় হত্যাকাণ্ড বন্ধ করতে হবে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা ক্যালাস।গাজায় যুদ্ধবিরতি পুনরায় কার্যকরে চাপ দেওয়ার জন্য ইসরায়েল ও ফিলিস্তিনি ভূখণ্ডের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে মিসরে যাত্রাবিরতির সময় এই মন্তব্য করেন তিনি।রোববার (২৩ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।মূলত হামাসের সাথে যুদ্ধবিরতির পরবর্তী পর্যায়ে আলোচনা স্থগিত হওয়ার পর গত মঙ্গলবার গাজা উপত্যকায় তীব্র বিমান হামলা এবং তারপরে স্থল অভিযান শুরু করে ইসরায়েল। বর্বর এই হামলায় শত শত ফিলিস্তি নিহত হয়েছেন। নিহতদের অনেকেই নারী ও শিশু।কায়রোতে মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির সাথে এক সংবাদ সম্মেলনে ইইউয়ের কাজা ক্যালাস বলেছেন, “আমরা ইসরায়েলের পুনরায় হামলা শুরুর তীব্র বিরোধিতা করি, যার ফলে গাজায় ভয়াবহ প্রাণহানি ঘটেছে। এই হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। নতুন যুদ্ধে উভয় পক্ষই হেরে গেছে।”কাজা ক্যালাস আরও বলেন, “ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে, এটা খুবই স্পষ্ট যে— হামাসকে অবশ্যই সকল জিম্মিকে মুক্তি দিতে হবে ও ইসরায়েলকে অবশ্যই গাজায় মানবিক সহায়তা সম্পূর্ণরূপে পুনঃস্থাপন করতে হবে এবং আলোচনা পুনরায় শুরু করতে হবে।”কায়রোতে যাত্রাবিরতির পর কাজা ক্যালাস ইসরায়েলে পৌঁছে গেছেন বলে ক্যালাসের টিম পরে নিশ্চিত করেছে। তার কার্যালয় জানিয়েছে, সোমবার সেখানে এবং ফিলিস্তিনি অঞ্চলগুলোয় আলোচনার সময় তিনি অবিলম্বে “যুদ্ধবিরতি-জিম্মি মুক্তি চুক্তির সম্পূর্ণ বাস্তবায়নে ফেরত আসার আহ্বান জানাবেন” বলে আশা করা হচ্ছে।এছাড়া গাজায় এবং সমগ্র অঞ্চলে মানবিক সহায়তার নিরবচ্ছিন্ন প্রবেশাধিকার এবং টেকসই বিতরণের গুরুত্বও তুলে ধরবেন ক্যালাস। ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ, পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার ও বিরোধী নেতা ইয়ার লাপিদের সাথে ক্যালাসের দেখা করার কথা রয়েছে।তবে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে দেখা করবেন না। নেতানিয়াহুর বিরুদ্ধে ইতোপূর্বে আন্তর্জাতিক অপরাধ আদালত মানবতাবিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধের জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সকলের সচেতনতায় ঈদযাত্রায় দুর্ঘটনা রোধ সম্ভব
সকলের সচেতনতায় ঈদযাত্রায় দুর্ঘটনা রোধ সম্ভব

শহুরে মানুষের নাড়ির টানে বাড়ি ফেরা ঈদের অন্যতম ঐতিহ্য। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে সবাই গ্রামে ফেরে।

মহানবী ( সা:) কে কটুক্তি করায় যুবককে গণধোলাই দিয়ে পুলিশে দিলে জনতা
মহানবী ( সা:) কে কটুক্তি করায় যুবককে গণধোলাই দিয়ে পুলিশে দিলে জনতা

মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি করার অভিযোগে শুভ রায় (২৩) নামে এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে জনতা। Read more

‘ভোটের মাধ্যমে নোংরামির জবাব দিয়েছেন শিল্পীরা’
‘ভোটের মাধ্যমে নোংরামির জবাব দিয়েছেন শিল্পীরা’

‘আমি যে লজ্জা পেয়েছিলাম সে লজ্জায় এবার ইলেকশনে ভোট দিতে যাইনি।’

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন