প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সোমবার বিকেএসপিতে খেলা চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে সাবেক জাতীয় ক্রিকেট অধিনায়ক তামিম ইকবালের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন।প্রধান উপদেষ্টার পক্ষে উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীর সঙ্গে কথা বলেন।নিজাম উদ্দিন জানান, হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তামিমকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ক্রিকেট আইকনের স্বাস্থ্যের অবস্থা জানতে তাৎক্ষণিকভাবে একটি এনজিওগ্রাম করা হয়।তিনি আরও বলেন, বিসিবি তামিমের চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং খেলোয়াড়ের চিকিৎসার জন্য প্রয়োজনীয় যেকোনো সহায়তা প্রদান করতে প্রস্তুত।নিজাম উদ্দিন বলেন, তারা তামিম ইকবালের স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে নিয়মিত প্রধান উপদেষ্টাকে আপডেট রাখবেন।ঢাকা প্রিমিয়ার লিগে সোমবার সাভারের বিকেএসপির ৩ নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলছিলেন তামিম। খেলা শুরুর আগে নির্ধারিত সময়ে টসও করেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক।পরে আর ফিল্ডিংয়ে নামতে পারেননি তিনি। খেলা শুরুর আগে হুট করে বুকে ব্যথা অনুভব করায় বিকেএসপির কাছেই কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজে ভর্তি করা হয় তাকে।ওই হাসপাতালের একজন চিকিৎসক জানিয়েছেন, মাঠ থেকে আসার পথে টানা ২০ মিনিট সিপিআর দেওয়া হয় তামিমকে। হাসপাতালে আনার পর পরীক্ষায় একটি ব্লক ধরা পড়ে। সেটায় শতভাগ ব্লক থাকায় একটি রিং পরানো হয়েছে। সকালের চেয়ে তুলনামূলক ভালো আছেন তিনি, এই মুহূর্তে ২৪ ঘণ্টার জন‍্য তাকে সিসিইউতে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দুই কোম্পানির নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের প্রেরণ
দুই কোম্পানির নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের প্রেরণ

পুঁজিবাজারের তালিকাভুক্ত দুইটি কোম্পানি ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।

‘বিচারের আগে ফ্যাসিবাদীদের পুনর্বাসনের সুযোগ নেই’
‘বিচারের আগে ফ্যাসিবাদীদের পুনর্বাসনের সুযোগ নেই’

৬ই সেপ্টেম্বর শুক্রবার প্রকাশিত পত্রিকাগুলোর প্রথম পাতায় বাংলাদেশে সরকার পতনের এক মাস পূর্তির খবরটি সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে। সেইসাথে নির্বাচন Read more

গায়ের রং ও দাঁত নিয়ে হীনমন্যতায় ভুগতেন মিঠুন: শাবানা আজমি
গায়ের রং ও দাঁত নিয়ে হীনমন্যতায় ভুগতেন মিঠুন: শাবানা আজমি

অভিষেক চলচ্চিত্রের জন্য সেরা অভিনেত্রী বিভাগে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

কাপ্তাই হ্রদের হারানো গৌরব ফিরিয়ে আনা হবে: মৎস্যমন্ত্রী
কাপ্তাই হ্রদের হারানো গৌরব ফিরিয়ে আনা হবে: মৎস্যমন্ত্রী

কাপ্তাই হ্রদ রক্ষণাবেক্ষণ আপনাদের দায়িত্ব।

আনন্দ-ভালোবাসায় পরস্পরকে ভিজিয়ে দিলেন মারমা তরুণ-তরুণীরা
আনন্দ-ভালোবাসায় পরস্পরকে ভিজিয়ে দিলেন মারমা তরুণ-তরুণীরা

মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাই জলউৎসবের মধ্য দিয়ে আজ মঙ্গলবার (১৬ এপ্রিল) শেষ হলো বৈসাবি উৎসব।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন