দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। আগের চেয়ে এখন অনেকটাই কাজ কমিয়ে দিয়েছেন তিনি। নিজের অভিনয়শৈলী দেখিয়েছেন চলচ্চিত্রেও। এই অভিনেত্রীর সিনেমায় অভিষেক ঘটে ২০১৮ সালে ‘দেবী’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে।অভিনয়ের পাশাপাশি এই অভিনেত্রী যুক্ত আছেন শাকিব খানের প্রসাধনী কোম্পানির সঙ্গে। সম্প্রতি একটি অনুষ্ঠানে একমঞ্চে হাজির হয়েছিলেন শাকিব খান, ক্রিকেটার তাসকিন আহমেদ, তানজিদ হাসান তামিমসহ শোবিজাঙ্গনের একঝাঁক তারকা। সেই অনুষ্ঠানের বিভিন্ন ভিডিও ক্লিপে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে অভিনেত্রীদের খুনসুটিতে মেতে উঠতে দেখা যায়। এর মধ্যে একটি ক্লিপ ছিল, যেখানে অভিনেত্রী শবনম ফারিয়াকে হাসতে হাসতে বলতে শোনা যায়- আমি তাসকিনের পাশে দাড়াব না, আমাকে খাটো লাগবে, তামিম ভাইয়া তুমি আসো।সেই ভিডিওক্লিপের মন্তব্যের ঘরে এক যুবককে আপত্তিকর মন্তব্য করতে দেখা যায়, যা চোখে পড়ে অভিনেত্রী ফারিয়ার। বিষয়টি নিয়ে তৎক্ষণাৎ ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। ওই পোস্টে অভিযুক্ত ব্যক্তির মন্তব্যের স্ক্রিনশটসহ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। অভিনেত্রী জানিয়েছিলেন ওই ব্যক্তি বেসরকারি প্রতিষ্ঠান ‘সাজেদা ফাউন্ডেশনে’র কর্মী।অভিযোগের বিষয়ে জানতে পারলে এক ফেসবুক পোস্টে প্রতিষ্ঠানটি ওই কর্মীর বিরুদ্ধে তদন্ত করার ঘোষণা দেয়। তদন্ত শেষে রোববার (২৩ মার্চ)  সন্ধ্যায় রাকিবুল হাসানকে চাকরিচ্যুত করার কথা জানায় প্রতিষ্ঠানটি।রবিবার (২৩ মার্চ) রাতে ফারিয়া তার ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।রাকিবুলের চাকরিচ্যুতির খবর ফারিয়াকে ই–মেইলের মাধ্যমে জানিয়েছে বেসরকারি প্রতিষ্ঠানটি। নিজের ফেসবুক পোস্টে ই–মেইলটি শেয়ারও করেছেন এই অভিনেত্রী। স্ক্রিনশট শেয়ার করে শবনম ফারিয়া লেখেন, ‘আমি খুবই কৃতজ্ঞ, বিষয়টিকে তারা খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছেন। কীভাবে প্রতিটি প্রতিষ্ঠান নারীর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে ভূমিকা রাখতে পারে, প্রতিষ্ঠানটি সেই উদাহরণ তৈরি করেছে।’তিনি বলেন, ‘সহিংসতা কেবল শারীরিক নয়, এটা হতে পারে অনলাইন বা রাস্তায় হয়রানি বা অন্য যেকোনো ধরনের ভীতি প্রদর্শন। কোনোটিই গ্রহণযোগ্য নয়।’কৃতজ্ঞতা জানিয়ে শবনম ফারিয়া লেখেন, ‘আমার সহকর্মী, রাজনীতিবিদ, এক্টিভিস্ট, কলেজ পড়ুয়া মেয়েসহ অনেকে আমাকে সমর্থন করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আপনার প্রতিবাদ জরুরি। সাহসী পদক্ষেপ নেওয়ার জন্য সাজেদা ফাউন্ডেশনকে ধন্যবাদ। এভাবেই পরিবর্তন শুরু হয়। আসুন প্রতিবাদ জারি রাখি।’ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এখন শুধু বাংলাদেশের মানুষ একটা ভোট দিতে চায়: ফজলুর রহমান
এখন শুধু বাংলাদেশের মানুষ একটা ভোট দিতে চায়: ফজলুর রহমান

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট ফজলুর রহমান বলেছেন, 'এখন শুধু বাংলাদেশের মানুষ একটা ভোট দিতে চায়। মানুষ ১৪ সালে এমপি ভোট Read more

কলাপাড়ায় একদিনে ১৫২ মিলিমিটার বৃষ্টি, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
কলাপাড়ায় একদিনে ১৫২ মিলিমিটার বৃষ্টি, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। এর প্রভাবে পটুয়াখালীতে গত এক সপ্তাহ ধরে Read more

প্রধান উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন ২৬ মার্চ
প্রধান উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন ২৬ মার্চ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী ২৬ মার্চ চীন সফরে যাবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম।বৃহস্পতিবার (১৩ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন