ঈদে বাড়ি ফিরতে শুরু করেছে ঘরমুখো মানুষ। ট্রেন স্টেশনে তাই বাড়তি চাপ। ঈদযাত্রায় ভোগান্তি এড়াতে পরিবার নিয়ে অনেকেই আগেভাগে বাড়ি ফিরছেন। আজ ঈদ যাত্রা শুরু হওয়ায় অন্য দিনের তুলনায় বাড়তি যাত্রীর চাপ দেখা গেছে।এদিকে ঈদের আরও সপ্তাহখানেক বাকি থাকলেও অনেকে ঢাকায় থাকা পরিবারকে আগেই বাড়ি পাঠিয়ে দিচ্ছেন।আজ যারা ভ্রমণ করছেন তারা গত ১৪ মার্চ টিকিট ক্রয় করেছিলেন।রেলওয়ে স্টেশন সূত্র জানায়, সকাল ৬ টায় রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেসের যাত্রার মধ্যমে ঈদযাত্রা শুরু হয়। সকাল ৯ টা ৪০ মিনিট পর্যন্ত ১১ টি ট্রেন স্টেশন ছেড়ে গেছে।স্টেশন কর্তৃপক্ষ বলছে, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন তারা। আর ট্রেনও ছাড়ছে সময়মতো। নেই যাত্রী ভোগান্তি। আর সার্বিক পরিবেশ নিয়ে যাত্রীরাও সন্তোষ প্রকাশ করছেন।ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন বলেন, ঈদযাত্রাকে কেন্দ্র করে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। আরএনবি, রেলওয়ে পুলিশের কন্ট্রোল রুম বসানো হয়েছে। সময়মতো ট্রেন ছেড়ে যাচ্ছে। কোনো ভোগান্তি ছাড়াই যাত্রীরা বাড়ি যেতে পারছেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গণকবরে প্রিয়জনদের খোঁজ
গণকবরে প্রিয়জনদের খোঁজ

মৃতদেরকে খুঁজে পাওয়ার জন্য বুলডোজারগুলোর মাটি খুঁড়ছে। মাটির নিচ থেকে একটি শক্ত হাত প্রসারিত হয়ে আছে। কবর থেকে উত্তোলিত মরদেহ Read more

ক্যান্সারের বিকল্প চিকিৎসা পদ্ধতি কী, এগুলো কাজ করে?
ক্যান্সারের বিকল্প চিকিৎসা পদ্ধতি কী, এগুলো কাজ করে?

অনেকে দাবি করছেন ক্যান্সার উপশমে প্রথাগত চিকিৎসার পাশাপাশি খাদ্যাভ্যাসে পরিবর্তন বা বিকল্প চিকিৎসায় তারা উপকৃত হয়েছেন। কোনো কোনো ক্ষেত্রে পুরোপুরি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন