আসন্ন ‘ঈদ-উল-ফিতর’ উপলক্ষ্যে যাত্রী ও যানবাহন পারাপার নির্বিঘ্ন করতে দৌলতদিয়া-পাটু‌রিয়া নৌরুটে চলাচল করবে ১৭টি ফেরি ও ২০টি লঞ্চ। এছাড়াও সড়কে উল্টো পথে গাড়ি চালালে নেওয়া হবে কঠোর আইনি ব্যাবস্থা।রবিবার (২৩ মার্চ) দুপুরে গোয়ালন্দ উপজেলা পরিষদের সভাকক্ষে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি ও লাঞ্চ সার্ভিসসহ সকল যানবাহনের সুষ্ঠু চলাচল ও যাত্রী সাধারণের যাতায়াত নির্বিঘ্ন করতে সমন্বয় সভায় এ তথ্য জানানো হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো নাহিদুর রহমানের সভাপতিত্বে সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো আসাদুজ্জামান, গোয়ালন্দঘাট থানার তদন্ত ওসি উত্তম কুমার ঘোষ, রাজবাড়ী জেলা ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আতাউর রহমান, বিআইডব্লিউটিএর আরিচা অঞ্চলের উপ-পরিচালক মো. সেলিম শেখ, দৌলতদিয়া বিআইডব্লিউটিসির সহকারী মহা-ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন, দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ এনামুল হক, রাজবাড়ী বাস মালিক সমিতির সভাপতি মো. জুয়েল, ফরিদপুর বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক রাজিবুর রহমান সুজন প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।সভায়, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে যাত্রীদের সুবিধার্থে কাউন্টারে সামনে ভাড়ার তালিকা টানিয়ে রাখা ও যাত্রীদের কাছ থেকে কেউ অতিরিক্ত ভাড়া আদায় করলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করা, সড়ক ও ঘাট এলাকায় পর্যাপ্ত লাইটিংয়ের ব্যবস্থা করা, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলাচলরত ফেরীতে ঈদের সময় জুয়া আর ছিনতাইকারীরা যেন সক্রিয় না হতে পারে সেদিকে নৌ পুলিশ সদস্যদের আরও বেশি তৎপর হওয়া এবং ঘাট এলাকা যানজটমুক্ত, ছিনতাইকারী, দালাল, মলমপার্টি, যাত্রী হয়রানি রোধে গোয়ালন্দ ঘাট থানার কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানানো হয়।সভায় আরো জানানো হয়, ফেরি-লঞ্চ ছাড়া অন্য কোন ভাবে নদী পথে যাত্রী বহন না করা। নৌকা, টলারে যাত্রী পারাপার করা হলে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ছোট-বড় মিলিয়ে ১৭টি ফেরিতে যাত্রী ও যানবাহন পারাপার করা হবে। এছাড়াও ফেরীর পাশাপাশি ২০টি লঞ্চে এই নৌরুটে যাত্রী পারাপার করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান বলেন, এবার ঈদে প্রশাসন সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ টহলের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে থাকবে ভ্রাম‌্যমাণ আদালত। এছাড়াও সড়কে উল্টো পথে গাড়ি চলালে নেওয়া হবে কঠোর আইনি ব্যাবস্থা।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুঁজিবাজারের উন্নয়নে বর্তমান কমিশনের দেড়শতাধিক সংস্কার
পুঁজিবাজারের উন্নয়নে বর্তমান কমিশনের দেড়শতাধিক সংস্কার

পুঁজিবাজারের উন্নয়নে বর্তমান কমিশনের দেড়শতাধিক সংস্কার। 

হামজার আগমনে হবিগঞ্জের নিজ গ্রামে উৎসবের আমেজ
হামজার আগমনে হবিগঞ্জের নিজ গ্রামে উৎসবের আমেজ

ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী। তবে এবার তার পরিচয়টা হচ্ছে ভিন্ন। অভিষেক হতে যাচ্ছে দেশের হয়ে লাল সবুজের জার্সি গায়ে। আর Read more

চট্টগ্রামে আদালতপাড়ায় ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে উত্তেজনা
চট্টগ্রামে আদালতপাড়ায় ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে উত্তেজনা

কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের একাংশের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে আদালতে প্রাঙ্গণে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

একমাস পূর্তিতে ছাত্র-জনতার ‘শহীদি মার্চ’ চলছে
একমাস পূর্তিতে ছাত্র-জনতার ‘শহীদি মার্চ’ চলছে

স্বৈরাচার সরকার পতনের একমাস পূর্তি উপলক্ষে ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের স্মরণে ডাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘শহীদি মার্চ’ কর্মসূচি শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন