আশুলিয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে পুলিশের উপর অতর্কিত হামলা চালায় ফুটপাতের ব্যবসায়ীরা।রবিবার (২৩ মার্চ) দুপুরে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় অবৈধ ফুটপাতের দোকান উচ্ছেদ করে বলিভদ্র এলাকায় গেলে সেখানকার হকাররা পুলিশের উপর অতর্কিত হামলা চালায়।পুলিশ জানায়, আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজকে বলিভদ্র গেলে সেখানে ফুটপাতের হকাররা আমাদের উপর হামলা চালায় এবং ইট পাটকেল নিক্ষেপ করে অভিযান বন্ধ করে দেয়। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) এর গাড়ি ভাংচুর করে হকারেরা। সাভার হাইওয়ে থানা পুলিশের (ওসি) সওগাতুল আলম জানান, হটাৎ করে আমাদের উপর অতর্কিত হামলা চালায় ফুটপাতের হকারেরা। তারা অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) এর গাড়ি ভাংচুর করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।এসআর
Source: সময়ের কন্ঠস্বর