নড়াইল জেলার বড়দিয়াতে ফিলিস্তিনে ইসরায়েলের দখলদারিত্ব ও গণহত্যার বিরুদ্ধে এবং ভারতে মুসলিম নিপীড়নের প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৩ মার্চ) সকাল ১১টায় কলেজগেট থেকে শুরু হওয়া এই মিছিলটি পুরো বাজার এলাকা প্রদক্ষিণ করে। স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন। মিছিল থেকে ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে এবং মুসলিম নিপীড়নের বিরুদ্ধে নানা স্লোগান দেওয়া হয়।বিক্ষোভে অংশ নেওয়া আকিব বলেন, ফিলিস্তিনে যে গণহত্যা চলছে, তা চরম অমানবিক। আমরা চাই, বিশ্ব সম্প্রদায় অবিলম্বে ইসরায়েলের এই বর্বরতার বিরুদ্ধে ব্যবস্থা নিক।আরেকজন বিক্ষোভকারী বলেন, ভারতে মুসলিমদের ওপর যে নিপীড়ন চলছে, তা মানবাধিকারের চরম লঙ্ঘন। আমরা এর প্রতিবাদ জানাই এবং ন্যায়বিচার চাই।বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে বক্তারা ফিলিস্তিনের স্বাধীনতা ও মুসলিম নির্যাতন বন্ধের আহ্বান জানান।এসআর
Source: সময়ের কন্ঠস্বর